জর্ডানে ইসরাইলপন্থী কোম্পানির কার্যক্রম বন্ধ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ নভেম্বর ২০২৪, ১৯:১৭
আরব বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্লেষক আব্দুল বারি আতওয়ান জর্ডানে ‘ক্যারেফোর’ কোম্পানির বিক্রয়কেন্দ্রগুলো বন্ধের বিষয়টিকে ইসরাইলের সাথে আপোষকারী সরকারগুলোর জন্য একটি সতর্কবার্তা হিসেবে অভিহিত করেছেন।
রাই আল ইয়াউমের এক নিবন্ধে তিনি লিখেছেন, ইসরাইলের প্রতি সমর্থন দেয়ার কারণে জর্ডানের জনগণ ক্যারেফোর কোম্পানিকে বয়কট করার সিদ্ধান্ত নেয়। এর ফলে জর্ডানে কোম্পানিটির সব শাখা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।
এ সম্পর্কে আব্দুল বারি আতওয়ান লিখেছেন, ইসলামি প্রতিরোধ সংগ্রামীদের আক্রমণের নানা সুখবরের পাশাপাশি এটাও একটা সুখবর। কারণ, জর্ডানের জনগণ ইসরাইলের সমর্থক কোম্পানি ক্যারেফোরকে বয়কট করেছে। এ কারণে কোম্পানিটি জর্ডান থেকে চলে যেতে বাধ্য হচ্ছে।
এই আরব বিশ্লেষক আরো বলেছেন, আমাদের শত্রু ইসরাইলের সাথে আরব শাসকদের লজ্জাজনক ও বিশ্বাসঘাতকতামূলক সহযোগিতার মধ্যে জর্ডানের জনগণ ফিলিস্তিনিদের পক্ষে যে পদক্ষেপ নিয়েছে, তাতে আমরা খুশি না হয়ে পারি না। এটাকে ইসরাইলপন্থী কোম্পানি ও ব্র্যান্ডের বিরুদ্ধে বয়কট আন্দোলনের একটা বড় সাফল্য হিসেবে গণ্য করতে হবে।
আবদুল বারি আতওয়ান আরো লিখেছেন, এই ঘটনার একটা উচ্চ আধ্যাত্মিক মূল্য রয়েছে। কারণ এটি জনগণের পক্ষ থেকে প্রতিরোধের নিদর্শন। জনগণ যে আরব দেশগুলোর সরকারের নীরবতা ও নিষ্ক্রিয়তাকে পছন্দ করছে না সেটার প্রমাণ হলো জর্ডানে ইসরাইলপন্থী কোম্পানির ব্যবসা বন্ধ হয়ে যাওয়া। এটা ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে জনগণের শক্তিশালী এবং দাঁতভাঙা প্রতিক্রিয়া।
যারা বেয়নেট এবং অস্ত্র দিয়ে জনগণকে শাসন করতে চায় তাদের জন্যও এটা সতর্কবার্তা বলে তিনি মন্তব্য করেন।
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা