ফিলিস্তিনি ইমামকে ৩ বছরের কারাদণ্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ নভেম্বর ২০২৪, ১৩:৪৩
জেরুসালেমের এক ইমামকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ইসরাইল। তার বিরুদ্ধে অভিযোগ, গত বছর একটি খুতবাতে তিনি সহিংসতা উস্কে দিয়েছিলেন।
বুধবার (৬ নভেম্বর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দণ্ডিত ইমাম শেখ জামাল মুস্তফা (৭০) জেরুজালেমের ইসাওয়াইয়া পাড়ার একটি মসজিদে ইমামতি করতেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ৭ সেপ্টেম্বর ইসরাইলে হামলা করে হামাস। এ সময় তাদের সমর্থনে খুতবা দেন ইমাম মুস্তফা। এতে তার বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগ তোলা হয়। পরে এই অভিযোগে তাকে অক্টোবরে আটক করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। সম্প্রতি ইসরাইলের একটি আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে।
সূত্রটি আরো জানায়, হামাসের হামলার পর ইসরাইল একটি জরিপ চালায়। এতে হামাসের প্রতি যাদের সমর্থন ছিল, তাদের তালিকা প্রস্তুত করা হয়। এরপর জনে জনে তাদের গ্রেফতার করা হয়।
গণমাধ্যমটি জানায়, এ সময় আরো দু’জন ইমামকে আটক করেছিল ইসরাইলি বাহিনী। তাদের বিরুদ্ধেও একই ধরনের অযৌক্তিক অভিযোগ তোলা হয়।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা