০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

প্রত্যেক বন্দীর জন্য ‘মিলিয়ন ডলার’ দিতে প্রস্তুত নেতানিয়াহু

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু - সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের কাছে আটক প্রত্যেক বন্দীকে মুক্তির জন্য ‘মিলিয়ন ডলার’ অফার করেছেন।

মঙ্গলবার ইসরাইলি সংবাদমাধ্যম দ্যা টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে চ্যানেল ১২-এর বরাত দিয়ে জানানো হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে চেষ্টা করছেন নেতানিয়াহু। এ প্রচেষ্টার অংশ হিসেবে প্রত্যেক বন্দী মুক্তির জন্য ‘কয়েক মিলিয়ন ডলার’ অফার করতে প্রস্তুত তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু বন্দী মুক্তিদাতা ও তাদের পরিবারের লোকদের গাজা থেকে বের হওয়ার ক্ষেত্রে ‘নিরাপদ পথের’ গ্যারান্টি দিতেও প্রস্তুত রয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সোমবার রাতে নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে নেতানিয়াহু এই নির্দেশনা জারি করেছেন।

এর আগে গত মাসেও নেতানিয়াহু প্রকাশ্যে এই প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছিলেন। তবে এতে এখনো পর্যন্ত কোনো সফলতা অর্জন করতে পারেনি।

এদিকে গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৩৭৪ জনে উপনীত হয়েছে। আর আহতের সংখ্যা এক লাখ ২ হাজার ২৬১ জনে দাঁড়িয়েছে।

এছাড়া যেসব ফিলিস্তিনির নিহতের খবর পাওয়া গেছে বা হাসপাতালে মারা গেছে, তাদের ভিত্তিতেই কেবল এই সংখ্যা উল্লেখ করা হয়েছে। অনেকে হাসপাতালে আসার আগেই মারা গেছে। কেউ ধ্বংসস্তুপের নিচে পড়ে আছে। অনেকে এখনো নিখোঁজ রয়েছে। তাদের সংখ্যা যুক্ত করলে উল্লেখিত সংখ্যার চেয়ে কয়েক গুণ বেশি হয়ে যাবে।
সূত্র : টাইমস অফ ইসরাইল ও আল-জাজিরা


আরো সংবাদ



premium cement
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংঘর্ষে নিহত ১ কমলো এলপি গ্যাসের দাম পিলখানা হত্যাকাণ্ড পুনরায় তদন্তে কেন কমিশন নয় : হাইকোর্টের রুল জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৩৮ মিলিয়ন ঘনফুট গ্যাস মার্কিন নির্বাচন : কার জয়ে বাংলাদেশের সাথে সম্পর্কে কী প্রভাব পড়বে? পরিচ্ছন্ন বায়ুর অগ্রাধিকার নিশ্চিতে পরিবেশ রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে সরকার : উপদেষ্টা মিরসরাইয়ে বেপরোয়া গাড়ির চাকায় প্রাণ গেল বৃদ্ধের সাংবাদিক মোল্লা জালাল কারাগারে দারিদ্র্যকে দুর্যোগ হিসেবে বিবেচনায় কাজ করছে সরকার : উপদেষ্টা আগ্রাসন চালাতে নয় আগ্রাসী শক্তিকে প্রতিহত করতে ক্ষেপণাস্ত্র বানিয়েছি : ইরান গোপালগঞ্জে মসজিদে যাওয়ার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

সকল