০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

সেপ্টেম্বরের পর থেকে প্রায় ৫ লাখ লেবানিজ সিরিয়ায় এসেছে

- ছবি : আলজাজিরা

জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর ২৩ সেপ্টেম্বর থেকে আনুমানিক চার লাখ ৭২ হাজার মানুষ লেবানন থেকে সিরিয়ায় আশ্রয় নিয়েছে।

এই পরিসংখ্যানে ৩২ হাজার ৮২৯ লেবানিজ উদ্বাস্তু এবং দুই লাখ ১৬ হাজার ৩৬৯ সিরীয়রা অন্তর্ভুক্ত ছিল। তারা দেশে গৃহযুদ্ধ শুরু হওয়ার পরে লেবাননে আশ্রয় নিয়েছিল। এরপর এখন লেবাননে যুদ্ধ শুরু হওয়ার পর তারা স্বদেশে ফিরে গেছে।

সিরিয়ায় যারা উদ্বাস্তু, তাদের বেশিরভাগই দক্ষিণ লেবানন থেকে গিয়ে আশ্রয় নিয়েছিল। সেখানে ইসরাইলি বাহিনী প্রতিদিন তীব্র আক্রমণ চালাচ্ছে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement