০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

‘ইউএনআরডব্লিউএকে নিষিদ্ধ করে ফিলিস্তিনের অস্তিত্বের উপর চূড়ান্ত আঘাত হানল ইসরাইল’

ইউএনআরডব্লিউএ লোগো - ছবি : সংগৃহীত

জাতিসঙ্ঘের ত্রাণ ও শরণার্থী সংস্থাকে ইউএনআরডব্লিউএকে নিষিদ্ধ করে ফিলিস্তিনের অস্তিত্বের উপর চূড়ান্ত ও ধ্বংসাত্মক আক্রমণ করেছে ইসরাইল।

সোমবার (৪ অক্টোবর) আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের পাবলিক পলিসির সহকারী অধ্যাপক তামের কারমাউট।

তিনি আরো বলেন, ফিলিস্তিনি অস্তিত্বের উপর চূড়ান্ত আঘাত হানার জন্যই ইসরাইল এই সিদ্ধান্ত নিয়েছেন।

ইউএনআরডব্লিউএ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৪৮ সালের নাকাবার পর ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল রোধের জন্য সেটি প্রতিষ্ঠা করা হয়। সংস্থাটি এখন ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, সিরিয়া এবং লেবাননে শরণার্থী শিবিরে বসবাসকারী লোকদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক পরিষেবা এবং জরুরি ত্রাণ প্রদান করে।

কারমাউত বলেন, ইউএনআরডব্লিউএ ফিলিস্তিনি রাষ্ট্রের অনুপস্থিতিতে একটি রাষ্ট্রের মতো সেবা প্রদান করছে। সেজন্য এই সংস্থা বন্ধের অর্থ হলো ফিলিস্তিনিরা আর কোনো সেবা পাবে না। তখন তাদের জন্য বেঁচে থাকা অনেক কঠিন হয়ে পড়বে।

তিনি আরো বলেন, এটিকে নিষিদ্ধ করার অর্থ হলো ফিলিস্তিনিদেরকে বলা যে আপনারা এই জায়গা ছেড়ে দিন। এখানে আপনাদের কোনো ভবিষ্যত নেই।

কারমাউত আরো বলেন, তিনি বিশ্বাস করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র পক্ষ, যারা ইসরাইলের এই সিদ্ধান্তটি বাস্তবায়িত হওয়া থেকে থামাতে পারে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement