০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

ফিলিস্তিনি নির্যাতনের ভিন্ন কৌশল, বন্দীদের কপালে নম্বর লিখে দিচ্ছে ইসরাইলি বাহিনী

- ছবি : মিডল ইস্ট আই

ফিলিস্তিনি বন্দীদের নানা নির্যাতন করে মানসিক কষ্ট দিচ্ছে ইসরাইলি বাহিনী। এর মাঝে নতুন মাত্রা যোগ করেছে কপালে নম্বর লিখন। সম্প্রতি অধিকৃত পশ্চিমতীরের ডুরা শহরে দেখা গেছে তাদের এমন আচরণ।

মিডল ইস্ট আই জানিয়েছে, কোনো ফিলিস্তিনি দ্বিতীয়বারের মতো বন্দী হলে তাকে আলাদাভাবে চিহ্নিত করা হয়। চোখ বাঁধা, হাতকড়া পরানো ও অমানবিক অবস্থায় ফেলে রাখা হয়। এখন নতুন করে যুক্ত করেছে কপালে সংখ্যা লিখে রাখা।

সূত্রটি আরো জানায়, বৃহস্পতিবার সকালে পশ্চিমতীরের হেব্রুন এলাকার দক্ষিণে গ্রেফতার অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। এ অভিযানে তারা ২০ জনের বেশি ফিলিস্তিনিকে টার্গেট করে। তাদের মধ্যে হামাসের কয়েকজন বিশেষ কর্মী রয়েছেন, যারা কয়েক মাস আগে ছাড়া পেয়েছিলেন। গাজা যুদ্ধ শুরু হওয়ার পরই তাদের সেখান থেকে আটক করা হয়েছিল।

মিডল ইস্ট আই জানায়, এই অভিযানে ইসরাইলি সৈন্যরা টার্গেট করা লোকদের বাড়ি-ঘরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এরপর তাকে গ্রেফতার করে নিজেদের ডেরায় নিয়ে যায়। অতঃপর নানামাত্রিক নির্যাতন চালায়।

সূত্র : মিডল ইস্ট আই


আরো সংবাদ



premium cement