ইসরাইলে পাঠানো বিস্ফোরক বহনকারী জার্মান জাহাজ এখন মিসরের আলেকজান্দ্রিয়ায়
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ নভেম্বর ২০২৪, ১৫:৩৫
ওপেন সোর্স মেরিটাইম ডেটা এবং মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বেশ কয়েকটি দেশ প্রত্যাখ্যান করার পরে ইসরাইলি সেনাবাহিনীর জন্য পাঠানো বিস্ফোরকসামগ্রী বহনকারী একটি জার্মান পতাকাবাহী জাহাজ এই সপ্তাহে মিসরের আলেকজান্দ্রিয়ায় নোঙর করেছে।
মঙ্গলবার জার্মান মানবাধিকার আইনজীবীরা বলেছেন, এমভি ক্যাথরিন ইসরাইলের বৃহত্তম সামরিক সংস্থা এলবিট সিস্টেমের যুদ্ধাস্ত্র উত্পাদন শাখা ইসরাইলি মিলিটারি ইন্ডাস্ট্রিজের জন্য দেড় লাখ কেজি আরডিএক্স বিস্ফোরকধারী আটটি শিপিং কনটেইনার বহন করছে।
জাহাজ-ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্র্যাফিক এবং আর্থিক তথ্য সংস্থা এলএসইজি ডেটা অ্যান্ড অ্যানালিটিকসের মতে, এমভি ক্যাথরিন সোমবার আলেকজান্দ্রিয়া বন্দরে নোঙর করেছিল। তিন দিন আগে সেখানে শেষ দেখা গিয়েছিল। এটি ৫ নভেম্বর ছাড়ার কথা রয়েছে।
মিডল ইস্ট আই এ বিষয়ে মন্তব্য জানতে মিসরীয় সরকারের সাথে যোগাযোগ করেছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জাহাজটির কার্গোকে ইসরাইলে পৌঁছাতে বাধা দেয়ার আহ্বান জানিয়েছে।
সূত্র : মিডল ইস্ট আই
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা