০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬
`

দক্ষিণ বৈরুতে ইসরাইলের ১০ দফা হামলা

দক্ষিণ বৈরুতে ইসরাইলের ১০ দফা হামলা - সংগৃহীত

লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে কমপক্ষে ১০ দফা হামলা চালিয়েছে ইসরাইল।

শুক্রবার ভোরে এ হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী।

নগরীর উপকণ্ঠে বিস্ফোরণের পর বিভিন্ন ভবন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসতে দেখা যায় এএফপি টিভির ভিডিও ফুটেজে। ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহর শক্ত ঘাঁটি এলাকার বিভিন্ন ভবন থেকে লোকজনকে চলে যাওয়ার নির্দেশের পর সেখানে এমন দৃশ্য দেখা যায়।

ন্যাশনাল নিউজ অ্যাজেন্সি (এনএনএ) পরিবেশিত খবরে বলা হয়, সেখানে বিভিন্ন এলাকা লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়। এতে অনেক ভবন মাটির সাথে মিশে যায়। এ সময় ওই অঞ্চলে পাল্টাপাল্টি গোলাগুলিও হয়।

সংস্থাটি আরো জানায়, শহরতলীর ঘোবেইরি এবং আল-কাফাত, সাইয়েদ হাদি হাইওয়ে, আল-মুজতবা কমপ্লেক্সের পার্শ্ববর্তী এবং পুরাতন বিমানবন্দর সড়ক এলাকা লক্ষ্য করে ইসরাইলি সামরিক বাহিনী ১০ দফা হামলা চালায়।

ইসরাইলি সামরিক বাহিনীকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ বৈরুতে বারবার বোমাবর্ষণ করতে দেখা যায়। এসবের পাশাপাশি তারা লেবাননের রাজধানীসহ সারাদেশে ভয়াবহ হামলা চালাচ্ছে।

লেবানন যুদ্ধ শেষ করার সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করতে সফররত মার্কিন কর্মকর্তাদের সাথে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিননেতানিয়াহুর বৈঠকের এক দিন পর শুক্রবার এসব হামলা চালানো হলো। এতে সীমান্তের দু’পাশে নিহতের সংখ্যা বাড়ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা এএফপির পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইলি বাহিনী বিমান হামলা শুরু করার পর থেকে লেবাননে অন্তত এক হাজার ৮২৯ জন নিহত হয়েছে। যদিও প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। তারা গত ২৩ সেপ্টেম্বর হিজবুল্লাহর শক্ত ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা শুরু করে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
রাজনীতিতে অপ্রয়োজনীয় অস্থিরতা ইসরাইলি লক্ষ্যবস্তুতে ৬ ড্রোন হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা চব্বিশের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান আগস্ট বিপ্লবের ভ্যানগার্ড ফেনীতে প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো গণতন্ত্র অলিম্পিয়াড ২০০ ছাত্রকে হত্যা : পুলিশ কর্মকর্তা শহীদুলকে কারাগারে পাঠানোর নির্দেশ ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৫৫ ফিলিস্তিনি নিহত রাবিতে ইউনিস্যাব’র ট্যালেন্ট হান্ট-৩ ফাইনাল অনুষ্ঠিত ভোলায় আরো ১৯টি গ্যাসকূপ খনন করা হবে : জ্বালানি উপদেষ্টা ‘জাতীয় পার্টিকে সমাবেশ করতে দেয়া মানে আ’লীগকে পুনর্বাসিত করা’ সাভার থানার এসআই রাজীব পুলিশ লাইনে ক্লোজড

সকল