০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬
`

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সৌদি আরবে বৈঠক

- ছবি : টাইমস অব ইসরায়েল

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বুধবার রিয়াদে বৈশ্বিক জোটের প্রথম বৈঠকের আয়োজন করে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

আরব ও ইসলামিক রাষ্ট্র এবং ইউরোপীয় অংশীদারদের পক্ষ থেকে দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের জন্য গত সেপ্টেম্বর মাসে বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দেয় সৌদি আরব। সেই জোটের প্রথম বৈঠক শুরু হয়েছে বুধবার।

দু’দিনব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকের উদ্বোধনী বক্তব্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ জোর দিয়ে বলেন, এই অঞ্চলে ক্রমবর্ধমান সহিংসতা এবং ফিলিস্তিন ও লেবাননে অব্যাহত ইসরাইলি ‘আগ্রাসন’ রোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে দৃঢ় প্রতিক্রিয়া প্রয়োজন।

এই সঙ্কটের পরিপ্রেক্ষিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান তিনি।

অবিলম্বে যুদ্ধবিরতি, জিম্মি ও আটকদের মুক্তি এবং জবাবদিহিতার মাধ্যমে দায়মুক্তির অবসানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল।

এ ছাড়াও তিনি ফিলিস্তিনে মানবিক সহায়তা সরবরাহে জাতিসঙ্ঘের ত্রাণ ও কর্ম সংস্থার প্রতি সৌদি আরবের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

এদিকে, ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুসারে, এই বৈঠক আয়োজন করায় সৌদির প্রচেষ্টার প্রশংসা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। পাশাপাশি বৈঠকে অংশগ্রহণকারী সব বন্ধুত্বপূর্ণ ও মিত্র দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে তারা।

ফিলিস্তিন সঙ্কট অবসানের লক্ষ্যে এই বৈঠকটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে সৌদির সরকারি নিউজ চ্যানেল আল-এখবারিয়া।

সূত্র : সিনহুয়া/ইউএনবি


আরো সংবাদ



premium cement