০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬
`

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলি দম্পতি গ্রেফতার

- ছবি : বাসস

ইসরাইলি পুলিশ বৃহস্পতিবার বলেছে, তারা ইরানের জন্য গুপ্তচরবৃত্তির সন্দেহে এক ইসরাইলি দম্পতিকে গ্রেফতার করেছে। তেহরানের হয়ে কাজ করার অভিযোগে দু’টি দলকে আটক করার এক সপ্তাহ পরে তাদেরকে গ্রেফতার করা হলো।

জেরুজালেম থেকে এএফপি জানায়, পুলিশ ও ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলি নিয়োগের জন্য ইরানের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়া অব্যাহত রয়েছে।’

বিবৃতিতে অভিযোগ করা হয়েছে গ্রেফতারকৃত দুই ইসরাইলি হচ্ছেন দেশটির মধ্যাঞ্চীয় লোদ নগরীর এক দম্পতি। তারা জাতীয় অবকাঠামো, নিরাপত্তা সাইট ও এক নারী শিক্ষাবিদকে ট্র্যাক করার বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের সাথে জড়িত ছিল।

ইসরাইলের ককেশাস দেশগুলোয় ইসরাইলি নিয়োগকারী একটি ইরানি সেলের পক্ষে কাজ করার পরে লোদ শহরের বাসিন্দা রাফায়েল ও লালা গোলিয়েভকে গ্রেফতার করা হয়।

পুলিশ অভিযোগ করেছে, তারা ইসরাইলের মোসাদ গুপ্তচর সংস্থার সদর দফতরসহ সংবেদনশীল ইসরাইলি সাইটগুলোর ওপর নজরদারি চালিয়েছে এবং তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে কর্মরত একজন একাডেমিক সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement