৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

২৫ দিন ধরে ইরাকের আকাশসীমায় মহড়া দিয়েছে ইসরাইলি যুদ্ধবিমান

ইরানের সশস্ত্র বাহিনীর উপ-সমন্বয়ক ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি - ছবি : পার্সটুডে

ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক ইসরাইলি হামলার আগে ইসরাইল ও তার পশ্চিমা পৃষ্ঠপোষক বিশেষ করে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের যুদ্ধবিমানগুলো ২৫ দিন ধরে ইরাকের আকাশসীমায় মহড়া দিয়েছে বলে জানিয়েছেন ইরানের একজন সিনিয়র সেনা কমান্ডার।

ইরানের সশস্ত্র বাহিনীর উপ-সমন্বয়ক ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বুধবার দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের একটি অনুষ্ঠানে দেয়া এক বক্তব্যে এ চাঞ্চল্যকর তথ্য জানান।

গত ১ অক্টোবর ইসরাইলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ২০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর পাল্টা জবাব দেয়ার হুমকি দেয় তেল আবিব।

অ্যাডমিরাল সাইয়্যারি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইল, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও পারস্য উপসাগরীয় আরো কয়েকটি দেশের যুদ্ধবিমানের জন্য ইরাকের আকাশসীমা উন্মুক্ত করে দেয়া হয়। এসব দেশের শত শত যুদ্ধবিমান, ড্রোন ও ট্যাংকার বিমান ২৫ দিন ধরে ইরানে হামলা চালানোর মহড়া দেয়।

তিনি বলেন, তারা একটি সমন্বিত হামলা চালিয়েছে ঠিক। কিন্তু ইরানের বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা বাহিনীর সতর্কতা ও প্রস্তুতির কারণে শত্রুদের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো ইরানের আকাশসীমা অতিক্রম করার সাহস দেখায়নি।

অ্যাডমিরাল সাইয়্যারি বলেন, শত্রুর যুদ্ধবিমানগুলো ইরানের সীমান্ত থেকে অন্তত ১০০ কিলোমিটার দূরে থেকে ইরানকে লক্ষ্য করে কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহুসংখ্যক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয় জানিয়ে তিনি বলেন, অতি অল্পসংখ্যক ক্ষেপণাস্ত্র ইরানের ভূমিতে আঘাত হানে। ইরান এ ধরনের পরিস্থিতিতে অভ্যস্ত এবং শত্রুর গতিবিধি সর্বদা পর্যবেক্ষণ করছে বলে জানান ইরানের বিমান বাহিনীর সাবেক এই কমান্ডার।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান শুরু এক দিনে দু’বার অলআউট হয়ে হোয়াইটওয়াশ বাংলাদেশ রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়াই একমাত্র সমাধান : অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কমলা জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : ট্রাম্প চট্টগ্রামে মাছ ধরতে গিয়ে শিশুর মৃত্যু কমলা নির্বাচনী সমাবেশে গাজায় যুদ্ধবিরতির স্লোগান ঈশ্বরগঞ্জে জিয়ারুল হত্যা মামলায় গ্রেফতার ২ পুলিশ কর্মকর্তা শহীদুল কারাগারে শেষ মুহূর্তে প্রার্থীদের অভিনব প্রচারণা, পরিচ্ছন্নতাকর্মীর বেশে ট্রাম্প উত্তর কোরিয়া কেন রাশিয়াকে সাহায্য করতে পারবে না, পশ্চিমাদের প্রতি প্রশ্ন রাশিয়ার আই ফোনের জন্য বন্ধুকে নিয়ে জোড়া খুন

সকল