লেবাননের পূর্বাঞ্চলে কিছু অংশ খালি করার নির্দেশ দিলো ইসরাইল
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ অক্টোবর ২০২৪, ১০:১৬
ইসরাইলি সামরিক বাহিনী বুধবার পূর্ব লেবাননের বেকা উপত্যকার কিছু অংশ থেকে লোকজন সরিয়ে নেয়ার জন্য নতুন করে সতর্কতা জারি করেছে।
হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে সামরিক হামলার ব্যাপারে সতর্কতা জারি করে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বলেন, ‘বালবেক, আইন বুরডে ও দৌরিসের লোকজনকে তাদের বাড়িঘর খালি করে চলে যেতে হবে।’
ইসরাইল-লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহকে পিছু হঠাতে সেখানে বিমান হামলা চালাচ্ছে তারা।
গাজা ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে যুদ্ধে একই পদ্ধতি ব্যবহার করেছে ইসরাইল। জাতিসঙ্ঘের কর্মকর্তা এবং মানবিক সংস্থাগুলো তাদের সরিয়ে নেয়ার আদেশের সমালোচনা করে বলেছে, বেসামরিক নাগরিকদের সরিয়ে নেবার জন্য এটা খুবই অপর্যাপ্ত সময়। তাছাড়া, এই যুদ্ধের মধ্যে অন্য কোথাও যাওয়াও নিরাপদ নয়।
চলমান পরিস্থিতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি লিখেছেন জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এতে, ফিলিস্তিনি শরণার্থীদের সমর্থন করার জন্য জাতিসঙ্ঘের প্রধান সংস্থাকে নিষিদ্ধ করার ব্যাপারে ইসরাইলের নতুন আইন নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেন তিনি।
মুখপাত্র স্টিফান দুজারিক মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘জাতিসঙ্ঘের মহাসচিব অল্প সময় আগে ইসরাইলি প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে তার উদ্বেগের বিষয়টি জানিয়েছেন।’
দুজারিক ইসরাইলি পার্লামেন্ট নেসেটে সোমবার পাস হওয়া দুইটি বিল প্রসঙ্গে এ কথা বলেন।
গুতেরেস জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের সভাপতিকেও চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন দুজারিক। ১৯৪৯ সালের ডিসেম্বরে সাধারণ পরিষদে ইউএনআরডব্লিউএ গঠন করা হয়েছিল। এর আগে, গুতেরেস ৯০ দিনের মধ্যে কার্যকর হওয়া দুটি আইনের সমালোচনা করে বলেছিলেন যে, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য এটি ‘ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে।’
গুতেরেস আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে বাধ্যবাধকতা বজায় রাখার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি মনে করেন, জাতীয় আইন এই বাধ্যবাধকতাকে অস্বীকার করতে পারে না।
মঙ্গলবারও ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর গাজার একটি পাঁচতলা আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। বেইত লাহিয়ায় হামলার পর নিখোঁজ রয়েছেন আরো ২৩ জন। মঙ্গলবার দ্বিতীয় দফা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন বলেও জানিয়েছেন তারা।
ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা প্রথম হামলার বিষয়টি তদন্ত করে দেখছে। তবে দ্বিতীয় হামলার বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি।
সূত্র : ভিওএ