৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬
`

আরো ২ ইসরাইলি ট্যাংক ও অত্যাধুনিক ড্রোন ধ্বংস

আরো ২ ইসরাইলি ট্যাংক ও অত্যাধুনিক ড্রোন ধ্বংস - ছবি : পার্সটুডে

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে আরো কয়েকটি অভিযান চালিয়েছে। মঙ্গলবার হিজবুল্লাহ যোদ্ধারা গাইডেড মিসাইল দিয়ে খিয়াম শহরে ইসরাইলের দু’টি মারকাভা ট্যাংক ধ্বংস করে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের সাহসী এবং সম্মানজনক প্রতিরোধের প্রতি সমর্থন জানিয়ে ও লেবাননের জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করতে আজ বিকেল ৪টায় ইসলামী প্রতিরোধ যোদ্ধারা আল-খিয়াম শহরের দক্ষিণে হামামেস এলাকায় একটি মারকাভা ট্যাংক ধ্বংস করে। গাইডেড মিসাইল দিয়ে ওই ট্যাংকে হামলা চালানো হয়। এর ফলে ট্যাংকের ভেতরে থাকা ক্রু ও সেনারা সবাই হতাহত হয়েছে।

অন্য এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের হামলায় একই স্থানে ইসরাইলি বাহিনীর আরেকটি মারকাভা ট্যাংক ধ্বংস হয়।

এদিকে, হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের মার্জেউন এলাকায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদীদের অত্যাধুনিক হারমেস-৯০০ মডেলের ড্রোন ধ্বংস করেছে।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement