ইসরাইলকে ইরানি জতির শক্তি-সামর্থ্য বুঝিয়ে দিতে হবে : ইরানের সর্বোচ্চ নেতা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ অক্টোবর ২০২৪, ১৬:৫৭
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, ইসরাইল দুই রাত আগে একটা দোষ করেছে। এ ক্ষেত্রে ইরানি জাতির শক্তি, ইচ্ছা-উদ্যম এবং উদ্যোগ-উদ্ভাবনের বিষয়টি তাদের বুঝিয়ে দিতে হবে।
ইরানের নিরাপত্তা বাহিনীর নিহতদের পরিবারের একদল সদস্য আজ (রোববার) সকালে সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করতে গেলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইসরাইলের সামনে শক্তি তুলে ধরার মান-ধরণ কেমন হবে সে বিষয়টি আমাদের কর্মকর্তারা নির্ধারণ করবেন এবং দেশ ও জাতির জন্য যা কল্যাণকর তা করবেন।
সর্বোচ্চ নেতা আরো বলেন, ইরানের ব্যাপারে ইসরাইল ভুল হিসাব-নিকাশের মধ্যে রয়েছে। তারা ইরানকে চেনে না। ইরানের জনগণের শক্তি-সামর্থ্য, ইচ্ছা-উদ্যম এবং উদ্যোগ-উদ্ভাবন এখনো ঠিক মতো বুঝতে পারেনি তারা। আমাদের পক্ষ থেকেই এটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে।
সূত্র : পার্সটুডে