২৬ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১, ২২ রবিউস সানি ১৪৪৬
`

ইরানে ইসরাইলি হামলার নিন্দা সৌদি আরবের

ইরানে ইসরাইলি হামলার নিন্দা সৌদি আরবের - ছবি : সংগৃহীত

ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। সৌদি আরব ইসরাইলি এ হামলার নিন্দা জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের (কেবল নিউজ নেটওয়ার্ক) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে জানানো হয়েছে, সৌদি আরব ইরানের ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ ‘ইসরাইলি’ হামলাকে ‘সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ অভিহিত করে এর নিন্দা জানিয়েছে।

ইসরাইলের নাম সরাসরি উল্লেখ না করে সৌদি আরব সব পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ অনুশীলন করার আহ্বান জানিয়েছে। একইসাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক সঙ্ঘাতের অবসানের জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় ভোর রাতে দেশটির রাজধানী তেহরান ও কারাজ শহরে এ হামলা চালায়।

এর আগে গত ১ অক্টোবর রাতে ইরানের সামরিক বাহিনী (আইআরজিসি) ইসরাইলের সামরিক, গুপ্তচর এবং গোয়েন্দা ঘাঁটিগুলো লক্ষ্যে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায়।
সূত্র : সিএনএন


আরো সংবাদ



premium cement