২৫ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১, ২১ রবিউস সানি ১৪৪৬
`

লেবানন-গাজায় সংঘাত নিরসনে কাতারি কর্মকর্তাদের সাথে বৈঠক ব্লিংকেনের

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সাথে সাক্ষাৎ করেছেন। ফাইল ফটো : ২৪ অক্টোবর, ২০২৪ - ছবি : ভয়েস অব আমেরিকা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৃহস্পতিবার কাতারের ক্ষমতাসীন আমির শেখ তামিম বিন হামাদ আল খানির সাথে এই অঞ্চল সফরের অংশ হিসেবে বৈঠক করেছেন।

বৈঠকে ব্লিংকেন গাজা ভূখণ্ড এবং লেবাননে সংঘাত অবসানের বিষয়ে আলোচনার ওপর মনোনিবেশ করেছেন।

শুক্রবার লন্ডনে আরব কর্মকর্তাদের সাথে আলোচনার আগে বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল সানির সাথেও বৈঠক করবেন ব্লিংকেন।

ব্লিংকেনের অন্যতম আলোচ্যসূচি ছিল গাজায় ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা বাড়ানোর চেষ্টা করা। বৃহস্পতিবার ফ্রান্স প্যারিসে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে যাতে লেবাননে ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার জন্য তহবিল সংগ্রহ করা যায়।

লেবাননে সহায়তার জন্য ফ্রান্স ১০ কোটি ৮০ লাখ ডলার এবং জার্মানি ১০ কোটি ৩০ লাখ ডলার প্রদানের ঘোষণা দিয়েছে।

সম্মেলনে ম্যাক্রোঁ এই সম্মেলনে বলেন, ‘জরুরি মেয়াদে লেবাননের জনগণের জন্য ব্যাপক সহায়তা প্রয়োজন। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ এবং তাদের আশ্রয়দাতা সম্প্রদায় উভয়ের জন্যই।’

বৃহস্পতিবার ইসরাইলের সামরিক বাহিনী জানায়, তারা বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে হিজবুল্লাহর অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতে নতুন করে বিমান হামলা চালিয়েছে।

লেবাননের সামরিক বাহিনী জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলের ইয়াতের গ্রামের কাছে উদ্ধার অভিযান চালানোর সময় ইসরাইলি হামলায় তাদের তিনজন সেনা নিহত হয়েছে।

ইসরাইল বলেছে, তাদের লড়াই লেবাননের সাথে নয়, ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে।

গাজার চিকিৎসকরা জানায়, নুসেইরাতে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরাইলি হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন।

সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
অস্ট্রেলিয়া থেকে দেশের পথে মির্জা ফখরুল কমলাপুরে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি চান শহীদ শফিকুলের মা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো ৫ প্রসিকিউটর নিয়োগ উগ্রবাদীদের হামলায় পাকিস্তানের ১০ পুলিশ নিহত দিনাজপুরে বাস উল্টে হতাহত ১৫ সাঘাটায় মাছ ব্যবস্যায়ীকে পিটিয়ে হত্যা করলেন আ’লীগকর্মী আলোচিত পুলিশ কর্মকর্তা সানজিদাকে রংপুরে বদলি নড়াইলে বিভিন্ন অনিয়মের অভিযোগে বিএনপির সম্মেলন থেকে সরে দাঁড়ালেন সভাপতি প্রার্থী লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান চলাচল শুরু যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চীন, রাশিয়া ও ইরানের

সকল