২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬
`

ইয়াহিয়া সিনওয়ারকে ‘বিপ্লবী হিরো’ বললেন বলিউড অভিনেত্রী

স্বরা ভাস্কর - সংগৃহীত

সম্প্রতি ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার। দক্ষিণ গাজার রাফাহ শহরের একটি বিধ্বস্ত ভবনে ইসরাইলি ট্যাংকের গোরায় তার মৃত্যু হয় বলে দাবি করে আইডিএফ।

সিনওয়ারের প্রশংসা করে মুখ খুললেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তাকে ‘বিপ্লবী হিরো’ বলে অভিহিত করেছেন তিনি। একইসাথে তার সম্পর্কে আরো কথা জানার আগ্রহ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) স্বরা ভাস্কর জানান, তিনি আগে সিনওয়ারের শেষ মুহূর্তের (মৃত্যুর) ফুটেজ না দেখার আগ পর্যন্ত তার সম্পর্কে অবগত ছিলেন না।

এক্সে তিনি লেখেন, ইয়াহিয়া সিনওয়ারের শেষ মুহূর্ত এবং ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হওয়ার আগে তার সম্পর্কে আমি কিছুই জানতাম না। এখন আমি মনে করি তিনি একজন বিপ্লবী নায়ক।

স্বরা ভাস্কর ফিলিস্তিনের মুক্তিও কামনা করেন।

সূত্র : সিয়াসত ডেইলি


আরো সংবাদ



premium cement