২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬
`

ইসরাইলের রাজধানীতে এবার হামলা হাউছিদের

ইসরাইলের রাজধানীতে এবার হামলা হাউছিদের - ছবি : আল জাজিরা

ইসরাইলের রাজধানী তেল আবিবের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউছি সম্প্রদায়। মঙ্গলবার (২২ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হাউছিদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তাদের যোদ্ধারা তেল আবিবের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা করেছে। এ সময় তারা উন্নত প্রযুক্তির হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে।

একইদিন তেল আবিবে ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে রাজধানী ও শহরতলীতে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ ইসরাইলের একটি গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে। একইসাথে তারা তেল আবিবের শহরতলিতেও রকেট ছুড়েছে। এছাড়া উত্তর ইসরাইলের হাইফা নগরীর একটি নৌঘাঁটিতেও হামলা করেছে হিজবুল্লাহ। এতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement