২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬
`

গাজায় সহায়তার আড়াই লাখ ট্রাক ফেরত দিলো ইসরাইল

গাজায় সহায়তার আড়াই লাখ ট্রাক ফেরত দিলো ইসরাইল - ছবি : সংগৃহীত

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত বছর অক্টোবরে চলতি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী অন্তত আড়াই লাখ ত্রাণবাহী ট্রাক ঢুকতে দেয়নি। এটি গাজার জন্য আসা ত্রাণবাহী ট্রাকের এক চতুর্থাংশেরও বেশি হবে।

সূত্রটি আরো জানিয়েছে, তারা গাজাকে অনাহারে রাখতে চেয়েছে। এটাকে তারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অস্ত্র হিসেবেই ব্যবহার করেছে। ত্রাণবাহী ওই সকল ট্রাককেই তারা বেশি বাধা দিয়েছে, যেগুলো খাদ্য, দুধ বা পুষ্টিকর কোনো কিছু নিয়ে এসেছে।

যুদ্ধ শুরুর আগে প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক সাহায্য এবং অন্যান্য পণ্যবাহী পরিবহন গাজায় প্রবেশ করতো।

এদিকে, ইসরাইলি হামলায় গাজায় আহতের সংখ্যা লাখের কোটা পার হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে হামাসনিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধে গাজায় অন্তত এক লাখ ২৮২ জন আহত হয়েছে। এছাড়া আরো ৪২ হাজার ৭১৮ জন আহত হয়েছে। তারা আরো জানিয়েছে, এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই অন্তত ৪৮৭ জন আহত হয়েছে। এ সময় আরো ১১৫ জন নিহত হয়েছে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement
গাজায় গত ২৪ ঘণ্টায় ১১৫ জনকে হত্যা করল ইসরাইল রংপুরে শিবিরের সাবেক ২ সভাপতিসহ ৪১ নেতা-কর্মী খালাস সেন্টমার্টিন দ্বীপে পর্যটন সাময়িকভাবে সীমিত করবে সরকার সরকার কি চাইলে এখন রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারে? রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ ঘুষ কেলেঙ্কারিতে সাবেক প্রেসিডেন্টের ২০ বছরের কারাদণ্ড মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রুলের শুনানি ৩০ অক্টোবর নীলফামারীতে আসাদুজ্জামান নুরকে আসামি করে আরো একটি মামলা হজ প্যাকেজ ঘোষণা ৩০ অক্টোবর আশুলিয়ায় অবরোধের ৩২ ঘণ্টা পর মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হলো শ্রমিকদের

সকল