১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩০, ১৫ রবিউস সানি ১৪৪৬
`

হামাস টিকে আছে, থাকবে : ইরানের সর্বোচ্চ নেতা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি - ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, গাজায় ইসরাইলি সামরিক অভিযানে ইয়াহিয়া সিনওয়ারের নিহতের পরও হামাস টিকে আছে এবং টিকে থাকবে।

শনিবার খামেনি বলেন, ‘প্রতিরোধ ফ্রন্টের জন্য তার নিহতের ঘটনা অবশ্যই বেদনাদায়ক’, ‘কিন্তু এটি সিনওয়ারের মৃত্যুর সাথে শেষ হয়ে যাবে না।’

তিনি এক বিবৃতিতে বলেন, ‘ফিলিস্তিনি ইসলামি আন্দোলন হামাস টিকে আছে এবং টিকে থাকবে।’

খামেনি সিনওয়ার সম্পর্কে তার প্রথম মন্তব্যে বলেন, সিনওয়ার ‘প্রতিরোধ ও সংগ্রামের দীপ্তিমান ব্যক্তিত্ব ছিলেন।’

সিনওয়ারকে ২০২৩ সালের অক্টোবর ইসরাইলে হামলার মূল পরিকল্পনাকারী হিসাবে দেখা হয় যা গাজা যুদ্ধের সূত্রপাত করে। বুধবার তাকে হত্যা করা হয়।

খামেনি বলেন, ‘তিনি নিষ্ঠুর ও আগ্রাসী শত্রুর বিরুদ্ধে অটল প্রত্যয় নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন এবং কৌশল ও সাহসের সাথে তাদের আঘাত হেনেছিলেন।’

ইরানের রাজধানী তেহরানে গত জুলাই মাসে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার পর সিনওয়ার হামাসের প্রধান হিসেবে দায়িত্ব নেন।
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement