১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩০, ১৫ রবিউস সানি ১৪৪৬
`

তুরস্কের প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে রেকর্ড বাজেট বরাদ্দ

তুরস্কের প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে রেকর্ড বাজেট বরাদ্দ - ছবি : মিডল ইস্ট আই

তুরস্ক আগামী বছরের জন্য প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে মোট ৪৭ বিলিয়ন বরাদ্দ দিয়েছে। প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে এই বাজেট দেশটির ইতিহাসে সর্বোচ্চ। বৃহস্পতিবার একটি সরকারি বাজেট প্রস্তাবে ওই বরাদ্দ দেখানো হয়েছে।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ প্রেসিডেন্সিতে এক ব্রিফিংয়ে বলেছিলেন, সরকারের লক্ষ্য প্রতিরক্ষা খাতে ৯১৩ দশমিক ৯ বিলিয়ন তুর্কি লিরা বরাদ্দ দেয়া। যা ২৬ দশমিক ৮ বিলিয়ন ডলারের পরিমাণ। এতে প্রতিরক্ষা শিল্প সহায়তা তহবিলের জন্য প্রয়োজনীয় ১৬৫ বিলিয়ন লিরাও অন্তর্ভুক্ত থাকবে।

বাজেটে গার্হস্থ্য নিরাপত্তা খাতে ৬৯৪ দশমিক ৫ বিলিয়ন লিরা ধরা হয়েছে। যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, জাতীয় গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার ব্যয়ে ব্যবহৃত হবে।

সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের প্রতিরক্ষা ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ২০২৪-এর প্রতিরক্ষা ও নিরাপত্তা বাজেট ছিল প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার। সেখান থেকে ২০২৫ সালে প্রতিরক্ষা ব্যয় ১৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পাচ্ছে।

সূত্র : মিডল ইস্ট আই


আরো সংবাদ



premium cement