১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩০, ১৫ রবিউস সানি ১৪৪৬
`

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ৩৩

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ৩৩ - ছবি : আল-জাজিরা

উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো অন্তত ৮০ জন। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এ হামলা চালায় ইসরাইলি সেনারা।

শনিবার (১৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় নিহতের সংখ্যা ৫০ জনের বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হামাস নিয়ন্ত্রিত গাজা সরকারের মিডিয়া অফিস। এছাড়া এসব হামলায় আহত কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, আল-আওদা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা: মোহাম্মাদ সালহা বলেছেন, জাবালিয়ায় সর্বশেষ মারাত্মক হামলায় আহত প্রায় ৭০ জনকে তাদের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। যাদের বেশিভাগই নারী ও শিশু বলে জানিয়েছেন তিনি।

জাবালিয়ায় গত দুই সপ্তাহ ধরে আবারো ব্যাপক হামলা চালাচ্ছে ইসরাইল। কারণ শরণার্থী ক্যাম্পটিতে পুনরায় সংগঠিত হয়েছিল হামাসের যোদ্ধারা। এছাড়া সেখানে বেসামরিক সরকারও পুনঃপ্রতিষ্ঠিত করতে সমর্থিত হয়েছিল তারা।

এদিকে গত বুধবার (১৬ অক্টোবর) ইসরাইলি হামলায় নিহত হয়েছেন হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার। অন্তত এক বছর ধরে গোপন অবস্থানে থাকার পর ইসরাইলি বাহিনীর হাতেই মৃত্যু হয় তার।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরাইল। এক বছরের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালিয়ে কমপক্ষে ৪২ হাজার ৫০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। এছাড়া আহত হয়েছে আরো ৯৯ হাজার ৫৪৬ জন।
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement
নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা জুলাই বিপ্লবের শহীদদের জাতি স্মরণে রাখবে : ধর্ম উপদেষ্টা ‘নির্বাচনের সময় নিয়ে’ বক্তব্যের ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ নজরুল ছুটি শেষে রোববার খুলছে ববি, সোমবার থেকে প্রথম বর্ষের ক্লাস ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই গাজা যুদ্ধের অবসান ঘটাতে হবে : পুতিন পোশাক শিল্প এখন স্থিতিশীল : বিজিএমইএ সীতাকুণ্ডে যুবককে পিটিয়ে হত্যা হামাসের প্রধান সিনওয়ারের নিহতের ঘটনায় গভীর শোক জামায়াতের টাঙ্গাইলে সাবেক এমপি ফজলুর রহমান খানের ইন্তেকাল ইতালির আদালতের নির্দেশে আপাতত স্বস্তি মিলেছে ১০ বাংলাদেশীর চৌদ্দগ্রামে সিকিউরিটি গার্ডের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

সকল