১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

লেবাননে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ২৪১২

লেবাননে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ২৪১২ - ছবি : সংগৃহীত

২০২৩ সালের ৮ অক্টোবর ইসরাইল-হিজবুল্লাহ সঙ্ঘাত শুরু হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪১২ জনে পৌঁছেছে। সেইসাথে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৮৫ জনে।

এদিকে, বুধবার লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি আরো ১৭৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার লেবাননের মন্ত্রী পরিষদ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় লেবাননের বিভিন্ন এলাকায় ৯৬টি বিমান হামলা ও গোলাবর্ষণ রেকর্ড করা হয়েছে। এতে করে ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে লেবাননে এ পর্যন্ত মোট ১০ হাজার ২৪৬টি হামলা চালানো হলো।

ইসরাইলের হামলায় লেবাননের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালে ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা করার সময় থেকেই হামলা শুরু করেছে হিজবুল্লাহ। এরপর থেকে প্রায় প্রতিদিনই ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিময় চলছে। তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির সাথে এ লড়াই সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে।
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement