১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

সিনওয়ার নিহত : গাজা যুদ্ধের নতুন পর্ব শুরু

ইসরাইলের দিকে হিজবুল্লাহর রকেট হামলা - ছবি : রয়টার্স

লেবাননভিত্তিক সশস্ত্র দল হিজবুল্লাহ বলেছে, তারা ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নতুন পর্বে প্রবেশ করেছে। এ সময় তারা নতুন নতুন অস্ত্র ব্যবহার করবে।

শুক্রবার দলটির সশস্ত্র শাখা এক বিবৃতিতে জানিয়েছে, প্রথমবারের মতো লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক বহনকারী ড্রোন ব্যবহার করছে হিজবুল্লাহর যোদ্ধারা।

হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা কাফার কিলা শহরের উপকণ্ঠে শত্রুসেনাদের গতিবিধি লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করেছে। এছাড়া তারা দ্বিতীয়বারের মতো আইতা আল শাব এলাকায় ইসরাইলি সেনাদের একটি জটলা লক্ষ্য করে বোমা হামলা করেছে। এ সময় তারা সেখানের কয়েকজন নিহত সেনা ও আহত সেনাদের সরানোর চেষ্টা করছিল।

দলটি আরো জানিয়েছে, তারা তেল আবিবের উপকণ্ঠে কাদের-২ নামের বিশেষ ধরনের মিসাইল ব্যবহার করেছে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement