১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১, ১০ রবিউস সানি ১৪৪৬
`

লেবাননে জরুরি ত্রাণ সহায়তা সৌদির

- ছবি : আরব নিউজ

লেবাননে সম্পূর্ণ অন্যায়ভাবে একটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইসরাইল। তাই পুরো মধ্যপ্রাচ্য দেশটির পাশে এসে দাঁড়িয়েছে। কয়েক দিন আগে লেবাননে জাতিসঙ্ঘের মিশনে ইসরাইলি হামলার পর পশ্চিমা দেশগুলোও এ নিয়ে সরব হয়েছে। এমনকি তারা ইসরাইলকে লেবাননের সাথে যুদ্ধবিরতির ব্যাপারে চাপও দিচ্ছে।

এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ নিজ নিজ জায়গা থেকে লেবাননকে সহায়তা করছে। সম্প্রতি ইরানের শীর্ষ কর্মকর্তারাও লেবানন ঘুরে গেছেন। এবার লেবাননের জন্য সহায়তা পাঠাতে এগিয়ে এসেছে সৌদি আরব।

আরব নিউজ জানিয়েছে, লেবাননে মেডিক্যাল ও খাদ্যসামগ্রী সরবরাহে রোববার ‘আকাশ সেতু’ চালু করেছে সৌদি আরব। এরই অংশ হিসেবে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০ টনের বেশি ত্রাণ নিয়ে লেবাননের উদ্দেশে ছেড়ে গেছে একটি বিমান।

সৌদির ত্রাণবাহী এই বিমানে উদ্ধারকারী একটি দলও রয়েছে। ওই দলটি লেবাননে উদ্ধার অভিযান চালাবে। গেল ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় আবাসিক এলাকায় লাগাতার বোমাবর্ষণ করে যাচ্ছে ইসরাইল। এর সপ্তাহখানেক পর লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযানও শুরু করে তেল আবিব। সূত্র : আরব নিউজ


আরো সংবাদ



premium cement

সকল