১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬
`

বৈরুত থেকে নিহত ইরানি জেনারেলের লাশ উদ্ধার

বৈরুতে নিহত ইরানি জেনারেল - ছবি : মিডল ইস্ট আই

বৈরুতে নিহত হওয়া সিনিয়র ইরানি জেনারেল আব্বাস নীলফরউশানের লাশ উদ্ধার করেছে ইরান। তিনি গত সেপ্টেম্বর হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর সাথে নিহত হয়েছিলেন।

নিহত জেনারেল কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার ছিলেন।

জানা যায়, ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরউশান হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর সাথে বৈঠকের জন্য বৈরুতে যান। পরে ২৭ সেপ্টেম্বর রাজধানীর দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর অপারেশন রুমে ইসরাইলি হামলায় তারা দু’জনই নিহত হন।

শুক্রবার দেয়া এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার পর শহীদ আব্বাস নীলফরউশানের লাশ আবিষ্কৃত হয়েছে। তার লাশ ইরানে দাফন করা হবে। জানাজা ও দাফনের পরিকল্পনা পরে জানানো হবে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ইরানি কর্তৃপক্ষ কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানির অবস্থান সম্পর্কে ক্রমাগত প্রশ্নের সম্মুখীন হচ্ছে। তাকে নাসরুল্লাহ এবং নীলফরউশানের মৃত্যুর আগে থেকে জনসমক্ষে দেখা যায়নি।

সূত্র : মিডল ইস্ট আই


আরো সংবাদ



premium cement