১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬
`

হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ইসরাইলি সেনা কমান্ডার নিহত

ইসরাইলি সেনা - ছবি : আনাদোলু এজেন্সি

হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ইসরাইলি সেনা কমান্ডার নিহত হয়েছে। এ সময় আরো এক সেনা কর্মকর্তা আহত হয়েছে। বৃহস্পতিবার ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে তাদের এক সামরিক কর্মকর্তা নিহত এবং আরো একজন আহত হয়েছে। নিহত সেনা কর্মকর্তা সার্জেন্ট ছিলেন। তিনি অ্যালন ব্রিগেডের ৫০৩০তম ব্যাটালিয়নের মেজর রনি গণিজেট। একই ব্যাটালিয়নের একজন রিজার্ভ সৈনিক একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

১ অক্টোবর থেকে পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তার যোদ্ধারা ইসরাইলি সেনাবাহিনীর দক্ষিণ লেবাননে অনুপ্রবেশের বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ করেছে।

উল্লেখ্য, ইসরাইল গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর নানা সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়ে আসছে। এতে অন্তত ১ হাজার ৩২৩ জন নিহত এবং ৩ হাজার ৭০০ জন আহত হয়েছে। এছাড়া ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement