০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬
`

লেবানন সীমান্তে বিধ্বস্ত ইসরাইলি হেলিকপ্টার

লেবানন সীমান্তে বিধ্বস্ত ইসরাইলি হেলিকপ্টার - ছবি : মেহের নিউজ এসেন্সি

সিরিয়ার দক্ষিণে লেবানন সীমান্ত একটি ইসরাইলি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) দক্ষিণ সিরিয়ার লেবাননঘেঁষা বেইত জিনে এ ঘটনা ঘটে। ইসরাইলি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

মেহের নিউজ জানিয়েছে, বুধবার বেইত জিনে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গাজা উপত্যকার দক্ষিণে রাফা শহরে একটি ইসরাইলি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। সেখানে দখলদার বাহিনীর পাঁচ সৈন্য নিহত এবং ১০ জন আহত হয়েছিল।

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরাইল গাজা উপত্যকায় নিরপরাধ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তার বছরব্যাপী নৃশংস অভিযানের সম্প্রসারণ হিসেবে লেবাননে বিমান হামলা চালাচ্ছে। এতে উভয় দেশের মাঝে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ আগ্রাসনে এখন পর্যন্ত ২,১১৯ জন লেবানিজ নিহত এবং ১০ হাজারেরও বেশি আহত হয়েছে।

উল্লেখ্য, লেবাননে চলমান ইসরাইলি আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় ৩৬ জন নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছে।

সূত্র : মেহের নিউজ এজেন্সি


আরো সংবাদ



premium cement