০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬
`

মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব - ছবি : সংগৃহীত

সৌদি আরবের প্রতিরক্ষার ব্যবস্থা ও মধ্যপ্রাচ্যের শান্তি নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন ও সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। সোমবার (৭ অক্টোবর) টেলিফোনে এসব বিষয় নিয়ে তারা কথা বলেন।

পেন্টাগনের প্রধান বলেন, তিনি সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রীর সাথে কথা বলেছেন। এ সময় ওয়াশিংটন সৌদি আরবের প্রতিরক্ষার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং রিয়াদের মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।

এ বিষয়ে প্রিন্স খালিদ বলেছেন, তারা সৌদি-যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্ব এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন।

তিনি সামাজিকমাধ্যম এক্সের একটি পোস্টে বলেন, আমরা সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন, উত্তেজনা কমানো এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়েও আলোচনা করেছি।

সূত্র : টাইমস অফ ইসরাইল ও অন্যান্য


আরো সংবাদ



premium cement