হামাস-ফাতাহ জোটের বিষয়ে আলোচনায় কায়রোতে প্রতিনিধিরা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ অক্টোবর ২০২৪, ০০:০৬
গাজায় চলমান সংকটের মাঝে ফিলিস্তিনি ন্যাশনাল লিবারেশন মুভমেন্টের (ফাতাহ) সঙ্গে ঐকব্যবদ্ধ হতে আলোচনার উদ্দেশ্যে হামাসের একটি প্রতিনিধি দল মিশরে পৌঁছেছে।
কায়রোয় সিনহুয়ার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
খবরে বলা হয়েছে, হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির জ্যেষ্ঠ কর্মকর্তা খলিল আল-হাইয়া।
মিশরের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিতব্য এই আলোচনাটির লক্ষ্য ফিলিস্তিনের দুটি বৃহত্তম দলের মধ্যে পুনর্মিলন জোরদার করা।
মূল আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে- গাজা উপত্যকার পরিস্থিতি এবং গাজা ও মিশরের মধ্যকার রাফাহ ক্রসিংয়ের ভবিষ্যৎ।
গুরুত্বপূর্ণ এ ক্রসিংটির ফিলিস্তিনি অংশটি এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামাসের তাণ্ডবের প্রতিশোধ নিতে গাজায় হামাসের বিরুদ্ধে বড় আকারের আক্রমণ শুরু করে ইসরায়েল। ওই সময়ে প্রায় ১ হাজার ২০০ বেসামরিক ইসরায়েলি হামাসের নিহত হয় এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস সদস্যরা।
মঙ্গলবার গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৪১ হাজার ৯৬৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৯৭ হাজার ৫৯০ জন আহত হয়েছে।
সূত্র : সিনহুয়া/ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা