০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৪ রবিউস সানি ১৪৪৬
`

ইসরাইলি বোমা হামলার মধ্যেই বৈরুতে কাতার-লেবানন বৈঠক

- ছবি : সংগৃহীত

ইসরাইলি বোমা হামলার মধ্যেই বৈরুতে বৈঠক করেছেন কাতার ও লেবাননের কর্মকর্তারা।

মঙ্গলবার বৈরুতের গ্র্যান্ড সেরাল সরকারি প্রাসাদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কাতারের আন্তর্জাতিক সহযোগিতা প্রতিমন্ত্রী লোলওয়াহ বিনতে রশিদ আল-খাতারকে স্বাগত জানান লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির।

লেবাননের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন লেবাননে কাতারের রাষ্ট্রদূত শেখ সৌদ বিন আবদুল রহমান আল থানি এবং লেবাননের স্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রীরা।

কাতারের প্রতিমন্ত্রী আল-খাতার বৈঠকের পরে বলেন, ‘লেবাননের প্রতি আমাদের দৃঢ় ও অবিচল অবস্থান জানাচ্ছি। সেইসাথে লেবাননের সার্বভৌমত্ব এবং এর নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার অধিকার ব্যক্ত করছি এবং লেবাননের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি।’


যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর আহ্বান পুনরুল্লেখ করে এ সময় তিনি লেবাননের বেসামরিক নাগরিকদের ওপর সমস্ত হামলার তীব্র নিন্দা জানান।

এ সময় প্রতিমন্ত্রী আল-খাতার কাতার থেকে লেবাননের আকাশ পথে সহায়তা অভিযান চালু করার ঘোষণা দেন। রাজধানী বৈরুতসহ দেশের সমস্ত অঞ্চলে অব্যাহত আক্রমণ চালিয়েছে ইসরাইল। এ আক্রমণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।

তিনি বলেন, আশা করছি আমরা এই মাসে চিকিৎসা সামগ্রী, সেইসাথে আশ্রয় এবং খাদ্য সামগ্রীসহ ১০টি সি-১৭ বিমান পাঠাতে পারবো।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement