২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজায় ইসরাইলি সৈন্যদের হত্যার দাবি কাসসাম ব্রিগেডের

হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড - ফাইল ছবি

হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড দাবি করেছে, তারা উত্তর-পশ্চিম গাজার আত-তাওয়াম এলাকায় লড়াইয়ে এক ইসরাইলি সৈন্যকে হত্যা করেছে।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তারা জানায়, ইসরাইলি সৈনিককে উদ্ধার করতে আসা সৈন্যদের একটি অ্যান্টিপারসোনেল বোমা দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

সংখ্যা উল্লেখ না করে কাসসাম ব্রিগেড জানায়, ওই বোমা হামলায় আরো সৈন্য নিহত ও আহত হয়েছে।

তবে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।

সম্প্রতি উত্তর গাজায় নতুন অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। যদিও জানুয়ারিতে সেনাবাহিনীর এক বিবৃতিতে হামাসকে ‘নির্মূল’ করা হয়েছে বলে দাবি করা হয়।
সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement