০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১,
`

ইসরাইলি হামলায় গাজার ৮৫ শতাংশ পানি-পয়ঃনিষ্কাষণ ব্যবস্থা ধ্বংস

ইসরাইলি হামলায় গাজার ৮৫ শতাংশ পানি-পয়ঃনিষ্কাষণ ব্যবস্থা ধ্বংস - ছবি : মিডল ইস্ট মনিডর

ইসরাইলি হামলায় গাজার ৮৫ শতাংশ পানি-পয়ঃনিষ্কাষণ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। শনিবার (৫ অক্টোবর) ফিলিস্তিনি পানি উন্নয়ন বোর্ড এক বিবৃতিতে এই তথ্য জানায়।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গাজার পানি এবং পয়ঃনিষ্কাশন খাত চলমান গাজা যুদ্ধে ইসরাইলি সামরিক হামলার কারণে ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে ৮৫ শতংশেরও বেশি পানি ও পয়ঃনিষ্কাশন সুবিধা আংশিক অথবা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

ফিলিস্তিনের পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান জিয়াদ ফুকাহা বলেছেন, প্রয়োজনীয় অবকাঠামো যেমন বর্জ্য, পানি শোধনাগার, ডিস্যালিনেশন স্টেশন, পাম্পিং স্টেশন, কূপ, পানির ট্যাঙ্ক এবং মূল পাইপলাইনগুলো খারাপভাবে প্রভাবিত হয়েছে। সেগুলোকে ব্যবহারে ফিরিয়ে আনার জন্য বড় ধরনের মেরামতের কাজ প্রয়োজন।

ক্রমাগত বিদ্যুৎ বিভ্রাট সঙ্কটকে আরো জটিল করে তুলেছে। কারণ পানি পরিষেবার জন্য ব্যাকআপ জেনারেটর চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানির তীব্র ঘাটতি রয়েছে। রক্ষণাবেক্ষণ সরবরাহের অভাব, ব্যাপক ধ্বংস এবং ধ্বংসাবশেষের সাথে মিলিত, নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা এবং ক্ষতিগ্রস্ত স্থানে মেরামত সমন্বয়ের ক্ষমতাকে বাধা দিয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement