০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১,
`

ইরানের হিটলিস্টে প্রথমেই নেতানিয়াহু!

ইরানের হিটলিস্টে প্রথমেই নেতানিয়াহু! - ছবি : সংগৃহীত

ভয়ংকর যুদ্ধের দামামা বেজে গিয়েছে ইরান-ইসরাইলের মধ্যে। হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর বদলা নিতে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। পাল্টা প্রত্যাঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। গুঞ্জন রয়েছে, এই মুহূর্তে তাদের ‘হত্যার তালিকায়’ নাম রয়েছে ইরানের ‘সর্বশক্তিমান’ আয়াতুল্লাহ আলি খামেনির। এবার খবর, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরিক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্টকে নাকি ‘উগ্রবাদী’ বলে দাগিয়ে দিয়েছে ইরান। ইসলামিক দেশটির ‘হিটলিস্টে’ নাম রয়েছে দুজনেরই!

গত ৭ অক্টোবর হওয়া হামলার বদলা নিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন নেতানিয়াহু। তার পর লড়াই অব্যাহত রয়েছে গাজায়। এই সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরাইলে হামলা চালাচ্ছিল ইরানের মদতপুষ্ট লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ফলে তেহরানের সাথে সংঘাত তীব্র হয় তেল আবিবের। এর মাঝেই আগুনে ঘি ঢালে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহ ও হাসান নাসরাল্লাহর মৃত্যু। ক্ষোভের আগুনে ফুঁসে উঠে ইসরাইলে হামলা চালায় তেহরান। এবার নেতানিয়াহু ও ইয়ভ গ্যালান্ট-সহ ইহুদি দেশটির নৌ-সেনা-বিমান প্রধানসহ ও অন্যান্য শীর্ষ কর্মকর্তার ‘ইসরাইলি উগ্রবাদী’ তকমা দিয়ে নাকি হিটলিস্ট তৈরি করেছে ইরান! সোশাল মিডিয়ায় ঘুরছে এরকমই এক তালিকার ছবি।

এক্স হ্যান্ডেলে ভাইরাল হওয়া একটি পোস্টে দেখা গিয়েছে, ইরানের তৈরি করা একটি তালিকায় প্রথমেই রয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার পর প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ট। এভাবেই লিস্টে একে একে নাম রয়েছে ইসরাইলি সেনা কর্মকর্তা থেকে উচ্চ পদস্থ অফিসারদের। আর তালিকার ওপরে লেখা, ‘ইসরাইলের মতোই ইরানও তাদের উগ্রবাদী তালিকা তৈরি করেছে। ইরান একে একে সকলকে হত্যা করবে।’

দিন দুয়েক আগেই ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, 'আগামী দিনে ইরানে বড়সড় হামলার জন্য প্রস্তুতি নেয়া উচিত ইসরাইলি ফৌজের। সরকারি ভবনগুলো লক্ষ্য করে হামলা হবে। বিশেষত খামেনির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে হত্যা করতে হবে কারণ তিনিই ইসরাইলের উপর ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছিলেন।'

সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement
বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ আগামী দিনে দেশে নেতৃত্বে দিবে ইসলামী ছাত্রশিবির : আব্দুর জাব্বার আশুলিয়ায় কাজে ফিরেছে পোশাক কারখানার শ্রমিকরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশী আটক চকরিয়ায় ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী শিক্ষার্থী নিহত সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড চাঁদপুরে, শহরজুড়ে জলাবদ্ধতা দোয়ারাবাজারে ৩ আ’লীগ নেতা গ্রেফতার ইসরাইলের সবগুলো গ্যাসক্ষেত্র একযোগে ধ্বংস করা হবে : আইআরজিসি বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক ভারী বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা ইয়েমেনের ইরান সমর্থিত হাউছি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান অভিযান

সকল