০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ইসরাইলে ইরানের হামলা ঠেকাতে মার্কিন বাহিনীকে বাইডেনের নির্দেশ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন - ছবি : ইউএনবি

মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের প্রতিরক্ষায় মার্কিন বাহিনীকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র শন স্যাভেট এক পোস্টে বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউসের সিচুয়েশন রুম থেকে ইসরাইলের বিরুদ্ধে ইরানের হামলা পর্যবেক্ষণ করছেন এবং তাদের জাতীয় নিরাপত্তা দলের কাছ থেকে নিয়মিত আপডেট নিচ্ছেন।

ওই মুখপাত্র আরো বলেন, বাইডেন মার্কিন সামরিক বাহিনীকে ইরানের হামলা মোকাবিলা ও ইসরাইলকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইসরাইলকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির পক্ষ থেকে ইসরাইলকে লক্ষ্য করে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করার পর যুক্তরাষ্ট্র থেকে এ বিবৃতি এল।

সূত্র : সিনহুয়া/ইউএনবি


আরো সংবাদ



premium cement