২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

হিজবুল্লাহর প্রধান নাসরাল্লাহকে হত্যার পর লেবাননে আরো ইসরাইলি হামলার আশঙ্কা

হিজবুল্লাহর প্রধান নাসরাল্লাহকে হত্যার পর লেবাননে আরো ইসরাইলি হামলার আশঙ্কা - সংগৃহীত

লেবাননভিত্তিক হিজবুল্লাহর সেক্রেটারি-জেনারেল হাসান নাসরাল্লাহকে হত্যার পর প্রথমবারের মতো বক্তব্য দিতে গিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, উত্তরের জন্য এখন দু’টি যুদ্ধের লক্ষ্য রয়েছে।

প্রথমটি হলো উচ্ছেদ হওয়া ইসরাইলিদের ওই শহর ও বসতিগুলোতে ফিরিয়ে দেয়া। দ্বিতীয়টি হলো উত্তর সীমান্তে ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনা।

ইসরাইলি কর্মকর্তারা শনিবার সারাদিন বলে আসছিলেন যে তারা হিজবুল্লাহকে শেষ করতে এবং এর সমস্ত সামরিক সক্ষমতা ধ্বংস করতে বদ্ধপরিকর।

ইসরাইলের সেনাপ্রধান, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সাথে উত্তরে আক্রমণাত্মক কৌশলের জন্য নতুন পরিকল্পনা অনুমোদন করেছেন।

এটি দক্ষিণ লেবাননে স্থল আক্রমণের এমন আশঙ্কার মধ্যে এসেছে, যা সীমান্তের উভয় দিকে অনেক ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, তেল আবিব এবং পশ্চিম জেরুসালেমসহ দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার ইসরাইলি রাস্তায় নেমেছে, সেখানে উচ্চপর্যায়ের বৈঠক চলছে।

তেল আবিবে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বাইরে বিক্ষোভকারীরা বলছেন, নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে হবে।

ইসরাইলিরা দাবি করছেন, যুদ্ধবিরতি চুক্তির এখনি সময়। কারণ গাজায় এখনো ১০০ পণবন্দী অবশিষ্ট রয়েছে।

তবুও ইসরাইল বলেছে, হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের লড়াই এবং সংঘাত অব্যাহত থাকবে।
সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement