২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

‘দ্বি-রাষ্ট্র সমাধানে' বৈশ্বিক জোট গঠন করছে সৌদি আরব

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফায়সাল বিন ফারহান আল সৌদ - ছবি : সংগৃহীত

দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন-ইসরাইল সংকটের অবসান করতে বিশ্ব নেতৃত্বকে চাপ দিতে একটি বৈশ্বিক জোট গঠন করেছে সৌদি আরব৷

এই জোটে বেশ কয়েকটি আরব ও মুসলিম রাষ্ট্রের পাশাপাশি ইউরোপের কয়েকটি দেশ রয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের বার্তা সংস্থা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফায়সাল বিন ফারহান আল সৌদ এ কথা জানান৷

সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা নবগঠিত এই জোটে বেশ কয়েকটি আরব ও মুসলিম রাষ্ট্রের পাশাপাশি ইউরোপের কয়েকটি দেশ রয়েছে বলে জানিয়েছে৷ তবে কোন কোন দেশ জোটের সদস্য হয়েছে তাদের নাম প্রকাশ করেনি সংস্থাটি৷

ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ জানিয়েছেন জোটটির প্রথম বৈঠক রিয়াদ ও ব্রাসেলস এ অনুষ্ঠিত হতে পারে৷

২০২৩ সালের অক্টোবরে ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্য যুদ্ধ শুরুর পর থেকেই চাপের মধ্যে আছে সৌদি আরব৷ সৌদি আরবের সাথে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার যুক্তরাষ্ট্রের পরিকল্পনা থেকেও সৌদি আরব কিছুটা পিছু হটেছে বলে জানিয়েছিল রিয়াদের ঘনিষ্ঠ দুটি সূত্র৷

অধিবেশনে দেয়া ভাষণে ফায়সাল বিন সালমান বলেন, ‘এই সংকট ও ভোগান্তি নিরসনে দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে সমাধান ছাড়া ভালো অন্য কোনো উপায় নেই৷ এই অঞ্চলের নতুন বাস্তবতায় ইসরাইলসহ সকলের শান্তিপূর্ণ সহবস্থান ও নিরাপত্তার জন্য যা খুবই গুরুত্বপূর্ণ৷'

গত সপ্তাহে সৌদি আরবের যুবরাজ মোহাম্মাদ বিন সালমান এক বিবৃত্তিতে জানান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে তারা ইসরাইলকে স্বীকৃতি দিবে না৷ গাজায় ফিলিস্তিনি নাগরিকদের উপর চালানো ইসরাইলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি৷

৭ অক্টোবর ২০২৩ হামাসের আক্রমণে এক হাজার ২০০ ইসরায়েলি নাগরিক হত্যা ও ২৫০ জনকে পণবন্দী করার বিপরীতে গাজায় পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করে ইসরাইল সেনাবাহিনী৷ গাজার স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুসারে, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৪১ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন৷
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে হারিকেন হেলেনের তাণ্ডবে মৃত্যু বেড়ে ৪৩ কানপুরে বৃষ্টি, খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা আজ রাতে ৪ ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, খুলে দিয়েছে ব্যারাজের সবকটি গেইট নিউইয়র্ক ত্যাগ করেছেন ড. ইউনূস কামিন্দুর ইতিহাস গড়া দিনে গল টেস্টের নিয়ন্ত্রণ শ্রীলঙ্কার বাগাতিপাড়ায় রশি টেনে নৌকায় নদী পারাপার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে হারিকেন হেলেনের তাণ্ডব, মৃত্যু ২১ টানা জয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড শুরু হচ্ছে কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা জেলেনস্কির সাথে ট্রাম্পের বৈঠক, ইউক্রেন নিয়ে রিপাবলিকানদের সমালোচনা

সকল