২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ইসরাইলি হামলায় ৭ শতাধিক লেবানিজ নিহত

ইসরাইলি হামলায় ৭ শতাধিক লেবানিজ নিহত - ছবি : আল জাজিরা ভিডিও

লেবাননের উত্তরাঞ্চলে ইসরাইলি হামলায় সাত শতাধিক লেবানিজ নিহত হয়েছে। এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির জন্য ইসরাইলের মিত্র দেশগুলো আহ্বান জানিয়েছে। কিন্তু ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের ওই আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি সেনাদেরকে পূর্ণদমে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

হোয়াইট হাউস বলেছে, লেবাননে যুদ্ধবিরতির জন্য মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক আহ্বান ইসরাইলের সাথে সমন্বিত ছিল। তবুও ইসরাইল ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

তবে ইসরাইলের এই দ্বৈত আচরণেও দেশটির প্রতি সমর্থন বজায় রাখার ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মার্কিন প্রতিরক্ষা সেক্রেটারি লয়েড অস্টিন বলেছেন, ওয়াশিংটন ইসরাইলকে সমর্থন অব্যাহত রাখবে। কারণ তেল আবিব ৮ দশমিক ৭ বিলিয়ন ডলারের একটি মার্কিন সামরিক সহায়তা প্যাকেজ সুরক্ষিত করেছে। এ সময় তিনি গাজা ও লেবাননে ইসরাইলি হামলার রেড লাইন খারিজ করে দিয়েছেন।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement