২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

লাইভ সাক্ষাৎকারে লেবাননের সাংবাদিকের বাড়িতে পড়ল ইসরাইলি ক্ষেপণাস্ত্র

লাইভ সাক্ষাৎকারে লেবাননের সাংবাদিকের বাড়িতে পড়ল ইসরাইলি ক্ষেপণাস্ত্র - ছবি : সংগৃহীত

চলছিল লাইভ সাক্ষাৎকার। হঠাৎই একটি বিকট আওয়াজ। তারপরই চিৎকার। এই ঘটনা লেবাননের সাংবাদিক ফাদি বাউডিয়াকে ঘিরে। মিরায়া ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের প্রধান এডিটর ফাদি। তার বাড়িতেই আছড়ে পড়ে ইসরাইলের ক্ষেপণাস্ত্র।

ক্ষেপণাস্ত্রটি যখন আছড়ে পড়েছে বাড়িতে, সাংবাদিক ফাদি তখন কর্তব্যরত অবস্থায়। চলছিল একটি সাক্ষাৎকার। তাও আবার লাইভ সাক্ষাৎকার। ক্যামেরার সামনে বসা ফাদি একটি কথা বলছিলেন। গোটা বাক্য তখনো শেষও হয়নি। তার বাড়িতে তার মাঝেই আছড়ে পড়ে ইসরাইলের ক্ষেপণাস্ত্র। তীব্র আওয়াজে তখন সব কিছু চুরমার। সে ঘটনা ভিডিওয় দেখা গেছে। সাথে সাথে শোনা যায় বিস্ফোরণের আওয়াজ। ফাদির কণ্ঠে তীব্র চিৎকার শোনা গেছে ভিডিওয়। তবে জানা গেছে, এই ঘটনায় খুব অল্প বিস্তর চোট আঘাত লেগেছে ফাদির।

উল্লেখ্য, বেশ কিছু রিপোর্টের দাবি, লেবাননের হিজবুল্লাহর প্রতি নমনীয় মনোভাব রয়েছে ফাদির। সেই জন্যই কি সরাসরি এই লেবানিজ সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়েছে ইসরাইল? প্রশ্ন থেকে যাচ্ছে। তবে শেষমেশ এই ইসরাইলের মিসাইল হামলার পরও ফাদি অক্ষত থাকায়, আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন।

তিনি টুইটে লেখেন,'যারা কল করেছেন, টেক্সট করেছেন, খোঁজ নিয়েছেন এবং যারা কোনো আবেগ অনুভব করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ।'

সাংবাদিক ফাকি লিখছেন, 'আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করছি। আমি ভালো আছি, আল্লাহকে ধন্যবাদ এবং আমাদের উপর তার রহমত, এবং আমরা প্রতিরোধের সমর্থনে আমাদের মিডিয়া দায়িত্ব চালিয়ে যাচ্ছি। আমার হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ।'

ফাদি বাউদিয়ার উপর এই হামলা ইসরাইল ও হিজবোল্লাহর মধ্যে সংঘাতের পরিবেশকে আরো বেশি করে বাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, গাজা যুদ্ধের সময় থেকেই ইরান-সমর্থিত হিজবল্লাহ শিবিরের সাথে সংঘাতে রয়েছে ইসরাইল।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
হিজবুল্লাহর ড্রোন প্রধানকে হত্যার দাবি ইসরাইলের কলকাতায় কত দাম বাংলাদেশের ইলিশের? বৃষ্টির শঙ্কায় ভারত-বাংলাদেশ টেস্ট ফিলিস্তিনপন্থীদের পাশে ঝুম্পা লাহিড়ী, স্কার্ফ বিতর্কের প্রতিবাদে প্রত্যাখ্যান পুরস্কার সংকট উত্তরণে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই : ডা. তাহের ঢাকাসহ ১২ সিটি, ৩২৩ পৌরসভার কাউন্সিলরদের অপসারণ বাংলাদেশের সাথে সহযোগিতা আরো গভীর করতে আগ্রহী যুক্তরাষ্ট্র তুলে নিয়ে বেঁধে মারধর, মৃত ভেবে দুই ছাত্রদল নেতাকে ফেলে গেল দুর্বৃত্তরা সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি সার্চ কমিটি থেকে বুলবুলকে অব্যহতি শান্তির জন্য জাতিসঙ্ঘের উদ্যোগে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : পররাষ্ট্র উপদেষ্টা

সকল