২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বৈরুতে ফ্লাইট চলাচল স্থগিত কাতার এয়ারওয়েজের

বৈরুতে ফ্লাইট চলাচল স্থগিত কাতার এয়ারওয়েজের - সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে বুধবার পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ। প্রায় এক বছর ধরে আন্তঃসীমান্ত সংঘর্ষের মধ্যে সবচেয়ে ভয়াবহ বোমা হামলায় ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় কাতার কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার কাতার থেকে বার্তাসংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

কাতারের জাতীয় পতাকাবাহী বিমান কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘লেবাননে চলমান পরিস্থিতির কারণে কাতার এয়ারওয়েজ ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বৈরুত রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর এবং সেখান থেকে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

সোমবার লেবাননে ইসরাইলি বিমান হামলায় ৫৮ নারী ও ৩৫ শিশুসহ অন্তত ৪৯২ জন নিহত হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবরে ফিলিস্তিনের হামাস যোদ্ধারা ইসরাইলে নজিরবিহীন হামলা চালানোর পর ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত পাল্টপাল্টি সংঘর্ষ শুরু হয়।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement