লেবাননে বিস্ফোরণের পর ইরানে যোগাযোগ ডিভাইস ব্যবহার বন্ধ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৮
লেবাননে বিস্ফোরণের পর এলিট রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সদস্যদের সব ধরনের যোগাযোগ ডিভাইস ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইরান। দেশটির দুই সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।
রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে লেবাননে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত হাজার হাজার পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরিত হয়েছে। এ ঘটনার পর আইআরজিসি সদস্যদেরকে যোগাযোগ ডিভাইস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইরান। এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, কেবল আইআরজিসির যোগাযোগ ডিভাইসই নয়। বরং সব ধরনের ডিভাইস যাচাই-বাছাইয়ের জন্য বড় ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে।
এ সময় তিনি আরো বলেন, আমাদের ডিভাইসগুলো হয়তো দেশেই তৈরি হয়। অথবা চীন বা রাশিয়া থেকে আমদানি করা হয়।
ইরানি নিরাপত্তা কর্মকর্তা বলেন, ইরান ইসরাইলি গুপ্তচরদের বিষয়ে খুবই উদ্বিগ্ন। ইসরাইলের বেতনভোগী ইরানিদেরও তারা নজরে রেখেছে। আইআরজিসির মধ্য ও উচ্চ পদস্থ সদস্যদের মাঝে ইতোমধ্যেই একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে। এর মধ্যে ইরান এবং বিদেশে কর্মকর্তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো যাচাই করা হবে। এর পাশাপাশি তাদের ভ্রমণ ও পরিবারিক বিষয়াদিও তদন্ত করা হবে।
ইরানের পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে নিরাপত্তা কর্মকর্তাদের করা মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে তাৎক্ষণিকভাবে রাজি হয়নি।
সূত্র : রয়টার্স/টাইমস অফ ইসরাইল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা