২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

লেবাননে ইসরাইলি হামলায় এক দিনেই নিহত ২৭৪

লেবাননে ইসরাইলি হামলা - সংগৃহীত

ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহতের সংখ্যা এখন পর্যন্ত ২৭৪ জন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। আর আহতের সংখ্যা এক হাজার ২৪ জন।

এর মাঝে শিশু, নারী এবং চিকিৎসাসেবা কর্মী রয়েছেন বলে জানানো হয়েছে।

সোমবার ইসরাইল এ বিমান হামলা চালায়।

ইসরাইলের সামরিক বাহিনী আইডিএফ বলছে, তারা লেবাননে হিজবুল্লাহর প্রায় ৮০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করছেন, ইসরাইলের জন্য সামনে ‘কঠিন দিন’ রয়েছে।

লেবাননে জাতিসঙ্ঘের শান্তিরক্ষা বাহিনী ইউএনআইএফআইএল সতর্ক করেছে, বেসামরিক জনগণের ওপর আক্রমণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং তা যুদ্ধাপরাধের শামিল হতে পারে।

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে প্রায় বছরব্যাপী সংঘর্ষের মাঝে এই দিনটিকে লেবাননের জন্য সবচেয়ে মারাত্মক প্রাণঘাতী দিন হিসেবে দেখা হচ্ছে।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী লেবাননের উত্তর-পূর্বের বেকা উপত্যকায় উল্লেখযোগ্য হামলার সতর্কবার্তা দিচ্ছে, যা এখন চলছে বলে জানা গেছে।

এর আগে, লেবাননের মানুষের কাছে সতর্কবার্তা দেয়া হয়। এরপর রাজধানী বৈরুতের মূল সড়কগুলোতে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। সেখানকার মানুষ বুঝতে পারছেন না কোথায় গেলে তারা নিরাপদ থাকবেন।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
যারা ক্ষমতায় আছেন, তারা এটাকে ব্যক্তিগত সম্পত্তি মনে করবেন না : ফরহাদ মজহার চট্টগ্রামে আলম হত্যা মামলায় সাবেক ৩ মন্ত্রী, ৫ এমপিসহ আসামি ২২৪ জন বর্তমান সরকার কোনো উন্নয়ন কাজ বন্ধ করেনি, করবেও না : উপদেষ্টা সাখাওয়াত হোসেন টঙ্গীতে বকেয়া বেতনের জন্য দুই দিন মহাসড়ক অবরোধ শ্রমিকদের চোরকে চিনে ফেলায় খুন হন নটর ডেমের অফিস সহকারী লিপিকা জুরাইনে ১৪ শহীদের পরিবারকে আর্থিক অনুদান জামায়াতের ইসলামী ব্যাংকের এএমডি পদে ফারুক খান ও জামাল উদ্দিন মজুমদারের যোগদান ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে সিলিন্ডারে গ্যাস সরবরাহ ত্রিপুরায় বাংলাদেশী ৬ বৈধ যাত্রীকে হয়রানি নিরাপদ খাদ্য পেতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান’ শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতা আয়োজন

সকল