মানবতার বন্ধু মজিবুল হক সবুজ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ নভেম্বর ২০২৩, ২২:৫৯, আপডেট: ০৭ নভেম্বর ২০২৩, ২৩:২৫
পাবনার ঈশ্বরদী উপজেলাসহ আরো অনেক এলাকার মানুষের জীবনযাত্রার চিত্রই বদলে দিয়েছে গ্রীন প্রোডাকশন টিম। নিরাশায় ডুবে থাকা অসংখ্য পরিবার যখন আর কোনো আশার আলো দেখতে পায় না, ঠিক সেই মূহূর্তে আশাহীন জীবন থেকে আলোর পথ দেখিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় গ্রীন প্রোডাকশন। তাদের প্রতিটি কাজই এক একটি সফলতা আর এই অসাধারণ মানবিক কাজগুলোর নেপথ্যের কারিগর হলেন, মজিবুল হক সবুজ।
সাইফ মুন্তাসিরকে সাথে নিয়ে মজিবুল হক সবুজ গ্রীন প্রোডাকশনের এই মহৎ কাজের পথচলা শুরু করেন ২০১৯ সালের শুরুতেই । হতদরিদ্র অসহায় আর অবহেলিত মানুষদের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা। গৃহহীন মানুষের ঘরের ব্যবস্থা, শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে খাদ্য ও কর্মসংস্থানের ব্যবস্থা, চিকিৎসা, দরিদ্র ও এতিম বাচ্চাদের পড়াশোনার দায়িত্বসহ নানাবিধ সামাজিক ও মানবিক কাজের মধ্য দিয়েই এগিয়ে চলেছে তাদের এই যাত্রা।
গ্রীন প্রোডাকশন এর কর্ণধার মজিবুল হক সবুজ জানান, পথেঘাটে চলতে ফিরতে কিছু মানুষকে দেখতাম যারা ক্ষুধার্ত অবস্থায় রাস্তার পাশে ময়লার ভাগাড় থেকে পড়ে থাকা নোংরা খাবার খুঁটে খেতো, কেউ বা ঘরবাড়ির অভাবে স্টেশনেই রাতদিন কাটিয়ে দিতো, কনকনে শীতেও অনেক মানুষের পরনে একটুখানি শীতের কাপড়ও জুটতো না, দিনের পর দিন এই মানুষগুলোর কষ্ট দেখেছি আর তাদের সেসব কষ্ট থেকেই নিজের ভেতর উপলব্ধি বোধ কাজ করতে শুরু করলো আর সেখান থেকেই আমাদের এই মানবিক কাজের অনুপ্রেরণা পাই যা এখনো চলমান।
Green Production এবং Humanity By Sabuz নামে তাদের দুইটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে সেখানেই তাদের মানবিক কাজের ভিডিওগুলো প্রচার করেন তারা।
অসহায় আর দুর্দশাগ্রস্ত মানুষের জন্য সারাজীবন কাজ করে যেতে চায় গ্রীন প্রোডাকশন টীম। ভবিষ্যতে আরো বড় পরিধিতে বেশি বেশি কাজ করার ইচ্ছের কথা জানিয়েছেন তারা