রাস্তাটি পুনঃনির্মাণ করা হোক
- ২০ জুন ২০২২, ০১:২৯
কুমিল্লা জেলার লাকসাম থানাধীন ১১নং উত্তরদা ইউনিয়নের খিলপাড়া হাজীবাড়ি থেকে পশ্চিম দিকে কৃষ্ণপুর হাজীবাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ রাস্তাটি স্বাধীনতার পরও চলাচলের উপযোগী ছিল। কিন্তু বর্তমানে এটি কৃষি জমি হয়ে গেছে। নকশাতেও রাস্তাটি আছে। দীর্ঘদিন যাবৎ কর্তৃপক্ষ রাস্তাটির প্রতি নজর না দেয়ায় রাস্তার কোনো চিহ্নও নেই। অথচ এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। খিলপাড়া, কৃষ্ণপুর, দৌলতপুর, সোলাপুষকুরনীসহ অত্র এলাকার লোকদের উত্তরদা ইউনিয়নে ও লাকসাম উপজেলার সঙ্গে যোগাযোগে এটিই একমাত্র মাধ্যম। এছাড়া খিলপাড়া গ্রামে সরকারি কোনো প্রাইমারি স্কুল, হাইস্কুল ও হাসপাতাল নেই। অত্র গ্রামের স্কুলপড়–য়া ছাত্রছাত্রীদের লেখাপড়ার উদ্দেশ্যে উত্তরদা ও কৃষ্ণপুর স্কুলে যেতে হয়। এতে পানি ভেঙে জমিন দিয়ে হেঁটে যেতে হয়। উক্ত রাস্তাটি নতুন করে নির্মাণ করা হলে খিলপাড়াসহ অত্র এলাকার ছাত্রছাত্রীদের লেখাপড়ার পথ সুগম হবে এবং উত্তরদা ইউনিয়নের ও উপজেলার সঙ্গে সার্বিক যোগাযোগ উন্মোচিত হবে। তাই এই শুষ্ক মওসুমেই রাস্তাটি পুনঃনির্মাণ করার জন্য স্থানীয় কর্তৃপক্ষসহ মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।
হাফেজ মাওলানা মো: নজরুল ইসলাম
খিলপাড়া, লাকসাম, কুমিল্লা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা