জন্মশাসন পরিকল্পনা
- ৩০ মে ২০২২, ০২:২৯
বাংলাদেশের আয়তন ৫৫,১৫৪ বর্গমাইল। জনসংখ্যা প্রায় ১৭ কোটি। প্রতি বর্গমাইলে জনসংখ্যার গড় হার ৩,১০৩ জন। আয়তনের চেয়ে জনসংখ্যা অধিক। ১৯৭১ সালে জনসংখ্যা ছিল সাড়ে ৭ কোটি, আজ দ্বিগুণ। ২০৫০ সালে এর জনসংখ্যা দাঁড়াবে প্রায় ২৪ কোটি। বর্তমানে শিক্ষিত বেকার লাখ লাখ। চাকরি অপ্রতুল, ঘনবসতি, স্বাস্থ্যসেবা অপ্রতুল, শিক্ষাব্যবস্থা নিম্নমানের, চুরি-ডাকাতি অহরহ, খাদ্যসঙ্কট, বাসস্থান সঙ্কট, ভূমিহীন পরিবার লাখ লাখ, পানির তীব্র সঙ্কট।
তাই জনসংখ্যার হার শূন্যের কোটায় আনতে না পারলে ভয়াবহ আকার ধারণ করবে। দেশ-জাতি, সরকার সবাইকে ঐক্যবদ্ধভাবে ‘পাঁচশালা জন্মশাসন পরিকল্পনা’ গ্রহণ করতে হবে। এ বিষয়ে সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাঁচশালা জন্মশাসন পরিকল্পনা ঘোষণা করে কার্যকর করতে হবে। জন্মশাসন পরিকল্পনায় সন্তান ভূমিষ্ঠ হবে না। এ জন্য কঠোরতম অনুশীলন করতে হবে। জনসংখ্যার চাপে দেশ উন্নয়নে বাধাগ্রস্ত হচ্ছে। দেশে আজ মাথাপিছু ঋণের বোঝা ১৪ হাজার টাকা। অতিরিক্ত জনসংখ্যায় দেশে হানাহানি, দুর্ভোগ, দারিদ্র্য আইনশৃঙ্খলা অবনতি দেখা দেবে।
সরকারকে বলব, জনসংখ্যার লাগাম টেনে ধরুন, নতুবা সব উন্নয়ন ব্যাহত হবে।
মো: জালাল উদ্দিন
উপজেলা দৌলতপুর, কুষ্টিয়া।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা