প্রবীণ দুস্থ পেনশনারদের ভাতা
- ১৫ নভেম্বর ২০২১, ০২:২৯
কিছু দিন আগে পালিত হলো ‘বিশ্ব প্রবীণ দিবস।’ অনেক ভালো ও সুন্দর কথা বলা হলো। প্রবীণদের পক্ষে বাস্তবে কিছু করা আসলেই কঠিন। কিন্তু সেখানে সুযোগ আছে তার সদ্ব্যবহার করা উচিত। বৃদ্ধ ও অতি বৃদ্ধ যেসব অবসরভোগী আছেন তাদের করুণ অবস্থা বিবেচনায় সরকার সদয় হতে পারেন। যারা ষষ্ঠ বা পঞ্চম জাতীয় স্কেল ঘোষণার আগে অবসরে গিয়েছেন তারা পেনশন পান সামান্য। তখন বেতন ছিল কম ও পেনশন নির্ধারণের হারও ছিল নিম্ন। নতুন স্কেল ঘোষণার সময় যে প্রণোদনা দেয়া হয়, পুরনোদের তা অপর্যাপ্ত। তাই যারা ষষ্ঠ জাতীয় স্কেল পাননি তাদের শতকরা ৭০ ভাগ ও তার আগের পেনশনারদের শতভাগ পেনশন বৃদ্ধির আবেদন জানাই। ৭৪ বছর বয়স হলে চিকিৎসাভাতা সাড়ে চার হাজার টাকা, অশীতিপরের জন্য সাত হাজার টাকা ও নবতিপরের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ মানবিকতার দাবি। এ ছাড়া বৈশাখীভাতা শতকরা ৫০ টাকা, বছরে চারটি উৎসবভাতা, তিন বছর অন্তর বিনোদনভাতা ও বর্তমানের শতকরা পাঁচ টাকা বার্ষিক ও পেনশন বৃদ্ধির পরিবর্তে শতকরা ১৫ টাকা বার্ষিক বৃদ্ধির আকুতি জানাই। মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করি।
মোহাম্মদ দেলোয়ার হোসেন,
নূরীয়া লাইব্রেরি, ঝালকাঠি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা