কুমিল্লা নামে বিভাগ
- ০৫ নভেম্বর ২০২১, ০৬:০৫
কুমিল্লার মানুষের মনেপ্রাণে জড়িয়ে থাকা ঐতিহ্যবাহী ‘কুমিল্লা’ নামেই বিভাগ হওয়া জরুরি। গত ২১ অক্টোবর ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী কুমিল্লাকে ‘মেঘনা’ নামে বিভাগ করতে চান বলে জানিয়েছেন যা কুমিল্লার মানুষের মনে তীব্রভাবে আঘাত করেছে। প্রধানমন্ত্রীর এমন ঘোষণায় ভেঙে পড়েছে কুমিল্লার সাধারণ মানুষ। একজন অপরাধীর জন্য ৫০ লাখ মানুষের প্রিয় নামটিকে মুছে ফেলা নিতান্তই অবান্তর। অতীতে দেশে যত বিভাগ হয়েছে, সবগুলো নিজ নিজ ঐতিহ্যবাহী নামেই হয়েছে। সে হিসেবে কুমিল্লাও একই নামে বিভাগ হওয়ার দাবিদার।
খন্দকার মোশতাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম বুড়িগঙ্গা বিশ্ববিদ্যালয় রাখা যেমন অযৌক্তিক, ঠিক তেমনি কুমিল্লা নাম বাদ দিয়ে মেঘনা নামে বিভাগ করাও অযৌক্তিক। লক্ষণীয় বিষয় হলোÑ কুমিল্লা নাম নয়; বরং মেঘনা নামের সাথে মোশতাক নামের একটি সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। দুটি নামের শুরু হয়েছে ‘ম’ দিয়ে। তাই মেঘনা, ত্রিপুরা কিংবা অন্য কোনো নামে নয়; বরং কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ হোক। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করছি। এ দাবি বিশেষত কুমিল্লার মানুষের হৃদয়ের দাবি।
আবু মো: ফজলে রোহান
নবগ্রাম, চৌদ্দগ্রাম, কুমিল্লা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা