২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিসিকের পানির মূল্যবৃদ্ধি

-

সিলেট সিটি করপোরেশনে পানির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণ ক্ষোভে দুঃখে আজ কাতর। এই করোনা মহামারীর সময়ে পানির মূল্যবৃদ্ধি কতটা সমীচীন? সিটি করপোরেশনের এটা না বোঝার কথা নয়। এ দিকে, খাদ্যদ্রব্যের দাম আকাশচুম্বী। এর মধ্যে পানির মূল্য বৃদ্ধি করে বাড়তি অসুবিধা আর সমস্যায় ফেলা কতখানি যুক্তিযুক্ত? আমরা সিলেট সিটি করপোরেশনের নাগরিকরা অনেকেই ছয় মাস থেকে এক বছরের পানির বিল আগাম দিয়ে রাখি। স্থানীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এক লাফে পানির মূল্য দ্বিগুণ-তিনগুণ বৃদ্ধি করা নাগরিকদের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’।
সিলেট সিটি করপোরেশনের পানি সরবরাহ বিভাগের প্রতি আবেদন, এই করোনাকালের দুঃসময়ে পানির মূল্য যেন বৃদ্ধি করা না হয়।
সালেহা আফরিন বেবী
শিবগঞ্জ, সিলেট-৩১০০।


আরো সংবাদ



premium cement