২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গ্যাসের অপচয় বন্ধ হোক

-

গ্যাস আমাদের মূল্যবান প্রাকৃতিক সম্পদ। আর বাংলাদেশের অন্যতম জ্বালানি সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। বর্তমান সময়ে গ্রাম কিংবা শহরে যেখানেই বলুন না কেন, গ্যাসের চুলায় রান্না নাগরিক জীবনে এনে দিয়েছে সুখ ও স্বাচ্ছন্দ্য। কিন্তু অনেকেরই গ্যাসের অপচয় রোধে কোনো খেয়াল নেই বললেই চলে। অপ্রয়োজনে ব্যবহৃত হচ্ছে গ্যাস। নেই কোনো নিয়ন্ত্রণ। লক্ষ করলে দেখা যায়, অনেক বাসাবাড়িতে বিনা কারণে গ্যাসের অপচয় হচ্ছে। তারা পানি ফোটানোর সময়ও দীর্ঘক্ষণ চুলা জ্বালিয়ে রাখে। ম্যাচের কাঠি বাঁচাতে দীর্ঘসময় গ্যাসের চুলা জ্বালিয়ে রাখছে। কেউবা কাপড় শুকানোর মাধ্যম হিসেবে ব্যবহার করছে গ্যাসের চুলা। শীতের সময় শীতল গৃহ তপ্ত করার জন্যও অনেকেই চুলা জ্বালিয়ে রাখে, যার কারণে অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়। এমনকি অনেকেই অলসতার কারণে দিন-রাত চুলা জ্বালিয়ে রাখে অথবা রান্না বসিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। এ কারণে গ্যাসের অপচয় হয় এবং ক্ষতির সম্মুখীন হতে হয়। মনে রাখতে হবে, অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা ঠিক নয়। এমন অপচয়ের কারণে বিভিন্ন আবাসিক এলাকায় গ্যাসের তীব্র সঙ্কট দেখা দেয়। গ্রাহকদের চাহিদা অনুযায়ী গরম মৌসুমে অনেকসময় গ্যাসের সরবরাহ ব্যাহত হয়। অথচ গ্রাহকদের উদাসীনতায় প্রায়ই গ্যাস অপচয় এবং দুর্ঘটনা ঘটে থাকে। অকারণে চুলা জ্বালিয়ে রাখলে ব্যাপকভাবে গ্যাসের অপচয় হয়। কিন্তু তারপরও জনগণ সচেতন নয়। সবাই সচেতন হলে গ্যাসের অপচয় রোধ করা সম্ভব। প্রতিটি গ্রাহককে উপলব্ধি করতে হবে, গ্যাস অপচয়ের জন্য আমাদের সবার ক্ষতি হয়ে যাচ্ছে এবং ভয়াবহ দুর্ঘটনাও ঘটতে পারে। তাই আমাদের এ মূল্যবান সম্পদের ব্যবহারে সতর্ক থাকতে হবে। সবাই নিজে থেকে সচেতন হলেই এ অপচয় রোধ করা এবং দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
সিনথিয়া সুমি
শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ


আরো সংবাদ



premium cement
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে মৃত বেড়ে ৯৪ হাসিনাকে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব : সাকি আ’লীগ নেতাদের নিয়ে ’জাগোনারীর’ সমাবেশ, আমন্ত্রণে নেই বিএনপি-জামায়াত জাহাজে ৭ খুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৪টি স্বর্ণের বার উদ্ধার স্বামীসহ সাবেক এমপি হেনরীর বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে ৫ হাজার কোটি টাকার দুই ‘মেগা’ প্রকল্প বাতিল পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে ট্রেন যাবে খুলনায়, কাল উদ্বোধন

সকল