পানি উন্নয়ন বোর্ড সমীপে
- ১২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে শঙ্খ নদী। বর্ষাকাল এলেই এ নদীর কোনো-না কোনো অংশে ভাঙন দেখা দেয়। বিভিন্ন জায়গায় সিসি ব্লক দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টাও আছে। তবে স্থানীয় পর্যায়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় এবং বর্ষার পাহাড়ি ঢলে সিসি ব্লক সরে গিয়ে বৈলতলী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের দ্বীপপাড়া ও নাথপাড়া এলাকায় প্রবল ভাঙনের সৃষ্টি হয়েছে। যেকোনো মুহূর্তেই নদীতে বিলীন হয়ে যেতে পারে দ্বীপ ও নাথপাড়ার অর্ধশতাধিক পরিবারের বসতবাড়ি। উদ্বাস্তু হতে পারে সহস্রাধিক মানুষ। তাই অগ্রাধিকার ভিত্তিতে নদীভাঙন ঠেকাতে কার্যকর ব্যবস্থা এবং নদীভাঙনে বসতবাড়ি হারানো পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
মুহাম্মদ মিজানুর রহমান
শিক্ষার্থী, চট্টগ্রাম আইন কলেজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা